বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তরুণদের অনেকেই স্পোর্টস বাইক কিনতে চান কিন্তু এসব বাইকের দাম অত্যাধিক। তাই সাধ থাকলেও সাধ্যে কুলায় না। আপনিও যদিও স্পোর্টস বাইক কিনতে চান তবে তিনটি মডেলের মোটরসাইকেল দেখতে পারেন। যেগুলোতে ভরপুর স্পোর্টস ফিচার পাবেন। দামও হাতের নাগালে।
এখন স্পোর্টস বাইক কেনার প্রবণতা খুব বেশি। এই ধরনের স্পোর্টস বাইকের এখন আলাদা করে চাহিদা বাড়ছে বাজারে। তরুণরা অ্যাপাচি এবং পালসারের মত বাইককে গুরুত্ব দিতে শুরু করেছে। এর মূল কারণ হল এই বাইকের শক্তিশালী ইঞ্জিন এবং স্পোর্টি লুক, এছাড়া এই ধরনের বাইকগুলো দৈনন্দিন ব্যবহারের জন্যও দারুণ ভালো।
সাশ্রয়ী দামের তিনটি মডেলের স্পোর্টস বাইক সম্পর্কে জানুন।
টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ফোরভি
এই তালিকায় প্রথমেই থাকবে টিভিএসের এই দারুণ স্পোর্টস বাইক। ১৬০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই বাইকে যা ১৭.৪ বিএইচপি শক্তি ও ১৪.৭৩ এনএম টর্ক উৎপন্ন করে। এই ফোর ভি সেগমেন্টে প্রথম র্যাম এয়ার কুলিং ফিচার্স রয়েছে যা ইঞ্জিন থেকে উৎপন্ন তাপকে প্রায় ১০ ডিগ্রি কমিয়ে দেয়। অয়েল কুলিং সহ এই বাইকে ১১৪ কিমি মাইলেজ এবং কার্ভ ভ্যারিয়ান্টে সর্বোচ্চ ১১৩ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ উঠতে পারে।
বাজাজ পালসার এনএস ১৬০
আপনার জন্য দ্বিতীয় সেরা বিকল্প হল বাজাজের পালসার এনএস ১৬০ বাইকটি। এই বাইকে রয়েছে ১৬০ সিসির টুইন স্পার্ক। বাজাজ পালসার এনএস ১৬০ বাইকটি সরাসরি টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি, হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি এবং ইয়ামাহা এফজেড এস ও সুজুকি গিক্সারের সঙ্গে প্রতিযোগিতা করবে পাল্লা দিয়ে। এই বাইকের সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ১৭ বিএইচপি শক্তি ও ১৪.৬ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে।
ইয়ামাহা এফজেডএস এফআই ফোরভি
এই তালিকায় তৃতীয় বাইকটি হল ইয়ামাহা এফজেড এস। এই মোটরবাইকের ফিচার্সের মধ্যে রয়েছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, ফ্রন্ট রিয়ার ডিস্ক ব্রেক, একটি সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম, মাল্টি ফাংশনাল এলসিডি ক্লাস্টার, এলইডি হেডলাইট, টায়ার হ্যাঙ্গিং রিয়ার মাডগার্ড, লোয়ার ইঞ্জিন গার্ড ও ব্লুটুথ কানেক্ট অ্যাপ ফেসিলিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।