আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন জওয়ান নিহত হয়েছে। আজ শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩২ জন। আহতদের মধ্যে একজন বেসামরিক ব্যক্তিও রয়েছেন বলে জানা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছিল জওয়ানদের নিয়ে যাওয়া গাড়িটি। একসময় এটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং একটি খাঁদে গিয়ে আটকে যায়।
আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিএসএফ। তাঁদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। এই বাসের জওয়ানেরা বিধানসভা নির্বাচনের বিশেষ দায়িত্বে ছিলেন। তাতে ছিলেন মোট ৩৫ জন বিএসএফ জওয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।