ভারতে সড়ক দুর্ঘটনায় বিএসএফের তিন জওয়ান নিহত

BSF

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন জওয়ান নিহত হয়েছে। আজ শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩২ জন। আহতদের মধ্যে একজন বেসামরিক ব্যক্তিও রয়েছেন বলে জানা যায়।

BSF

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছিল জওয়ানদের নিয়ে যাওয়া গাড়িটি। একসময় এটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং একটি খাঁদে গিয়ে আটকে যায়।

আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিএসএফ। তাঁদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। এই বাসের জওয়ানেরা বিধানসভা নির্বাচনের বিশেষ দায়িত্বে ছিলেন। তাতে ছিলেন মোট ৩৫ জন বিএসএফ জওয়ান।