ফিলিস্তিনকে তিন দেশের স্বীকৃতি, যা বললো সৌদি

Soudi

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় পশ্চিম ইউরোপের দেশ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনকে ধন্যবাদ জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ‘ইতিহাসের সঠিক পথে’ রয়েছে।

Soudi

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন বিশ্বাস করে তাদের সমন্বিত কূটনৈতিক পদক্ষেপ ও উদ্যোগের শক্তিশালী প্রতীকী প্রভাব রয়েছে। এটি অন্যদেরও উৎসাহিত করবে। এর মধ্য দিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৫টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যদিও এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে ইসরায়েল।

গতকাল বুধবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে জর্ডান, কাতার, তুরস্ক ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের পাশে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রিন্স ফয়সাল। তিনি বলেন, ‘আমরা এখানে ধন্যবাদ জানাতে এসেছি। তারা একটি অন্ধকার সময়ে আশা জাগিয়েছে।’

বক্তব্যে স্লোভেনিয়ার কথাও উল্লেখ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। স্লোভাক সরকার চলতি মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে একটি ডিক্রি পাস করেছে যা আগামী কয়েক দিনের মধ্যে সংসদে পাঠানো হবে।

প্রিন্স ফয়সাল বলেন, ‘সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, ইতিহাসের সঠিক পথে থাকার জন্য আমরা স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়াকে ধন্যবাদ জানাতে এসেছি।’ এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠক করেন আরব মন্ত্রীরা।