বিনোদন ডেস্ক : পর্দা উঠছে এশিয়ার ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র। আগামী ৪ অক্টোবর বসবে উৎসবটির ২৮তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। এটি চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।
বুধবার (৩০ আগস্ট) উৎসব কর্তৃপক্ষ নির্বাচিত সিনেমাগুলোর তালিকা প্রকাশ করেছে। সেই সূত্রে মার্কিন সাময়িকী ভ্যারাইটিতে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানেই জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিন চলচ্চিত্র।
বুসান উৎসবের ‘নিউ কারেন্টস অ্যাওয়ার্ড’ ক্যাটাগরি সম্ভাবনাময় এশিয়ান নির্মাতাদের জন্য। এই বিভাগে বিপ্লব সরকার নির্মিত ‘আগন্তুক’ (দ্য স্ট্রেনজার) এবং ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী (দ্য রেসলার)’ বাংলাদেশের দুটি সিনেমা নির্বাচিত হয়েছে।
এ ছাড়া এশিয়ার প্রতিষ্ঠিত নির্মাতাদের জন্য ‘জিসইউক’ নামের আরেকটি ক্যাটাগরি রয়েছে। এই বিভাগেও জায়গা পেয়েছে আরও ১০টি সিনেমা। যেটার মধ্যে একটি হলো বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। সিনেমাটিতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি।
এ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, (৩০ আগস্ট) দিনটা বাংলাদেশের সিনেমার জন্য খুব সুন্দর একটা দিন। যেখানে ভ্যারাইটির গ্লোবাল বুলেটিনে হেডলাইন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের তিনটি সিনেমা এবার বুসানে নির্বাচিত। এর মধ্যে তিনটাই দুই কম্পিটিশনে! হোয়াট আ বিউটিফুল ইয়ার।
বাংলাদেশ ছাড়াও জায়গা পেয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও ভারতীয় সিনেমা। আয়োজন শেষে বিচারকদের রায়ে বাছাই করা হবে সেরা সিনেমাকে দেওয়া হবে পুরস্কার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।