Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ওটিটিতে তিন নায়িকার অন্যরকম লড়াই
বিনোদন

ওটিটিতে তিন নায়িকার অন্যরকম লড়াই

Saiful IslamMarch 22, 20253 Mins Read
Advertisement

বিনোদন ডেস্ক : ঈদসহ যেকোনো উৎসবেই শোবিজ অঙ্গন থাকে সরগরম। শুরু হয় শিল্পীদের ব্যস্ততার ধুম। দর্শকরাও অপেক্ষায় থাকেন প্রিয় তারকার কাজের জন্য। নতুন সব টিভি নাটক, ওটিটি কনটেন্ট, গান ও সিনেমা মুক্তি পায় উৎসবে।

Heroines

বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। তাই ঈদের সিনেমা নিয়ে আওয়াজ একটু বেশিই হয়। তবে আলোচনার বাইরে নয় ওটিটি কনটেন্ট। সিনেমার পরেই পেইড ভার্সনের ওটিটি কনটেন্টগুলোর দিকেও নজর থাকে দর্শকদের। এবারও তার ব্যতিক্রম নয়। এ ঈদেও ভিন্ন ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন তিন কনটেন্ট। যা নিয়ে লড়াই করবেন দেশের জনপ্রিয় তিন নায়িকা। তাদের মধ্যে রয়েছেন জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা ও তাসনিয়া ফারিণ।

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা ও কলকাতা- দুই ইন্ডাস্ট্রিতেই তিনি সমানতালে কাজ করছেন। এবারের ঈদে আসছে তার অভিনীত ‘জিম্মি’ নামে একটি ওয়েব সিরিজ। এ সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। ২৮ মার্চ হইচই নামে একটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, লোভের কাছে যেন জিম্মি হয়ে পড়া এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। যেখানে দেখা যাবে, ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সরকারের নিম্নপদস্থ এক কর্মচারী। স্বামীকে নিয়ে তার টানাপোড়েনের সংসার। হঠাৎ একদিন অফিসের স্টোর রুমে বাক্সভর্তি টাকা পায় সে। এই টাকা নিয়ে শুরু হয় তার নতুন টানাপোড়েন।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটি বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। এ সিরিজের ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। পাশাপাশি ঈদে মুক্তি পাচ্ছে আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ, সবমিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।’

এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার প্রমুখ।

অন্যদিকে দেশের আরেক জনপ্রিয় একজন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও ঢাকা-কলকাতা, দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করছেন। গত ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এবার ঈদেও থাকছেন। তবে সিনেমা নয়, তিনি আসছেন তার অভিনীত আলোচিত্র সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র দ্বিতীয় সিজন নিয়ে। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম সিজন।

এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিরিজটিতে অ্যালেন স্বপনের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। প্রথম সিজনের শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ ঢেকে রাখা এক ব্যক্তির সঙ্গে কথা বলছে স্বপন। কে সে? কেনইবা স্বপনকে খুঁজছে মানুষটি? আরো অনেক প্রশ্ন দেখা দিয়েছিল দর্শকের মনে। সেসব প্রশ্নের উত্তর মিলবে এ সিজনে। এটি ঈদ উপলক্ষ্যে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তবে এখনও তারিখ এবং প্ল্যাটফর্ম চুড়ান্ত হয়নি।

সিরিজ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘প্রথম সিজনের মতো এবারও আমরা দারুণ একটি গল্প নিয়ে হাজির হব। আশা করছি এবারও দর্শক সিরিজটি খুব পছন্দ করবেন। কারণ টিমের প্রতিটি লোক দারুণ দক্ষতার সঙ্গে কাজ করছেন। তবে এখনই সিরিজে আমার অভিনীত চরিত্র ও গল্প নিয়ে কিছুই জানাতে চাই না। এতে মজা নষ্ট হয়ে যাবে।’

এদিকে একাধিক নাটক ও সিনেমার পাশাপাশি ঈদে ওটিটি প্ল্যাটফর্মেও হাজির থাকছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঈদে তিনি আসছেন ‘হাউ সুইট’ নামে একটি ওয়েবফিল্ম নিয়ে। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এতে ফারিণ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন।

সম্প্রতি এর ট্রেলার প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায়, বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির ধাক্কায় শখের ফটোগ্রাফার আদনানের ক্যামেরা পড়ে যায় নদীতে। ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে সে। একের পর এক অপ্রত্যাশিত ঘটনা সামনে আসে তাদের। সমান্তরালে উঁকি দেয় আদনান-সুইটির প্রেমও। এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘এটি খুব মিষ্টি একটি প্রেমের গল্প। নির্মাতা ও অপূর্ব ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে। তাই এবারের অভিজ্ঞতাও ভালো। আশা করি ঈদ উৎসবে এটি দর্শকদের আনন্দ বাড়াবে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অন্যরকম ওটিটিতে তিন নায়িকার, বিনোদন লড়াই
Related Posts
গর্ভবতী

এই নায়িকারা বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন

December 24, 2025
রুনা খান

সি-গ্রিন জামদানিতে মোহ ছড়ালেন রুনা খান

December 24, 2025
মেগান

২৭ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন মেগান

December 23, 2025
Latest News
গর্ভবতী

এই নায়িকারা বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন

রুনা খান

সি-গ্রিন জামদানিতে মোহ ছড়ালেন রুনা খান

মেগান

২৭ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন মেগান

অভিনেতা আহমেদ শরীফ

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

মিষ্টি জান্নাত

আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত

শাকিল খান

‘বিবাহিত হিরো–হিরোইনের সিনেমায় আবেদন থাকে না’

মালতি চাহার

বাবার বয়সী নির্মাতা, ভাবিনি তিনি জোরপূর্বক এমনটা করবেন : মালতি চাহার

শ্রীনন্দা

ভেঙে গেল শ্রীনন্দার ১৬ বছরের সংসার

শ্রীদেবী -মাধুরী দীক্ষিত

শ্রীদেবীর সঙ্গে খারাপ সম্পর্ক নিয়ে মুখ খুললেন মাধুরী দীক্ষিত

এফডিসি এখন ভূতুড়ে বাড়ি

এফডিসি এখন ভূতুড়ে বাড়ি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.