অম্বানীর অনুষ্ঠানে নাচতে কত নিলেন তিন খান?

অম্বানীর অনুষ্ঠানে তিন খান

বিনোদন ডেস্ক : বিগত বেশ দিন ধরেই আপনার নিউজ ফিড থেকে সামাজিক মাধ্যম প্লাবিত হয়েছে অম্বানি পরিবারের প্রাক বিবাহ অনুষ্ঠানে।

অম্বানীর অনুষ্ঠানে তিন খান

একের পর এক তারকা হাজির হয়েছে সেখানে। বলিউডের তাবড়রা তো বটেই বিদেশ থেকেও হাজির ছিলেন বহু তারকা।

এঁদের প্রায় প্রত্যেককেই অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে নাচতে দেখা গিয়েছে। হাজির ছিলেন তিন খানও।

আমির খান থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান– মঞ্চে নাটু নাটু গানের সঙ্গে পা মেলান তাঁরা।

অম্বানির ছেলের প্রাক বিবাহ এই অনুষ্ঠানে নাচতে কত টাকা নিয়েছেন ওঁরা? এ নিয়ে চলছিল নানা ধরনের জল্পনা।

অবশেষে সামনে এল আসল সত্য। যা বিশ্বাস করতে রীতিমতো কষ্ট হতে পারে আপনার।

সূত্র জানাচ্ছে, তিন খানের কেউই একটা পয়সাও নেননি অম্বানির কাছে থেকে। নেচেছেন নাকি নিজের বাড়ির বিয়ে মনে করেই।

শুধু তাই নয়, হাজির ছিলেন রামচরণও। শোনা যাচ্ছে বিন্দুমাত্র পারিশ্রমিক নেননি তিনিও।