যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ তিন ম্যাচের, বাংলাদেশ খেলবে চার ম্যাচ!

official-photo-season

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে গত বুধবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের বিমান ধরে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে আমেরিকার হিউস্টনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছেন নাজমুল হাসান শান্তরা।

official-photo-season

আগামী ২ জুন বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন। বৈশ্বিক টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন শান্ত-লিটন দাসরা। টেক্সাসের হিউস্টনেই আগামী ২১ মে সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৫ মে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শেষে আরও একটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আইসিসি ঘোষিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরিতে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮মে। এরপর ১ জুন ভারতের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমেরিকায় বোধহয় আগে ম্যাচ খেলিনি। সেখানে খেলা সবার জন্য নতুন অভিজ্ঞতা। ওখানকার কন্ডিশন ও আবহাওয়া, ভিন্ন টাইম জোন– সবকিছুর সঙ্গেই মানিয়ে নেয়া জরুরি। আমরা সব ম্যাচই জিততে চাই। ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে হবে। শারীরিক ও মানসিক বিশ্রামের পাশাপাশি কন্ডিশনে মানিয়ে নেয়ার দিকেই মূল মনোযোগ থাকবে।’