সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিক পরিচয় দিয়ে জনৈক মুদি দোকনাদারকে অন্যায় ভাবে দোকান ভেঙে অন্যত্র চলে যেতে হুমকি দেওয়ার অপরাধে নারীসহ তিন জনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ সদর থানার বি/ ২১ জয়রা এলাকার মৃত নুরুল হক এর ছেলে সাইফুল ইসলাম শাহিন (৬০), একই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে লাইলী আক্তার (২৫) ও সদর উপজেলার বালিরটেক এলাকার মোশারফ হোসেন এর ছেলে সুমন আহমেদ (৩২)।
জানা যায়, দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামের আব্দুল গাফফার নামক এক মুদি দোকনাদারকে অন্যায় ভাবে কিছু লোক ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে তার দোকান ভেঙে অন্যত্র চলে যেতে বলে। তারা দাঁড়িয়ে থেকে দোকান ভেঙে দেয়।
পরে স্থানীয় লোকজন ফোন করে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আহসানুল আলম ভারপ্রাপ্ত ও থানা অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজমকে বিষয়টি জানান। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আহসানুল আলম দৌলতপুর থানা পুলিশকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির যান। সেখানে ঘটনার যাচাই বাছাই করে সত্যতা পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল ইসলাম শাহিন ও সুমন আহমেদকে এক মাসের করে এবং লাইলী আক্তারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নূরালী মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি ভূয়া সাংবাদিকদের বিচার চেয়ে বলেন, সাংবাদিক পেশা একটি সম্মানজনক পেশা। কিছু অপেশাদার লোকজন অতি লোভে সাংবাদিক সেজে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে পেশাকে কলঙ্কিত করছে। আমরা এসকল ভূয়া সাংবাদিকদের বিচার চাই।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম বলেন, সাংবাদিক পরিচয়ে ভাংচুরের অভিযোগে উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দন্ডবিধি ১৮৬০ এর ১৭১ ধারা অনুযায়ী ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।