আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ইরানের একটি গ্রামে আনুমানিক তিন হাজার বছর আগের প্রোটো-এলামাইট যুগের দুটি মাটির পাত্র আবিষ্কৃত হয়েছে। স্থানীয় লোকজন ঘটনাক্রমে পাত্র দুটি আবিষ্কার করেন।
মারভদাশত কাউন্টির গোলমাকান গ্রামে ফুটপাথের জন্য কার্ব বসাতে মাটি খুঁড়তে গিয়ে ধ্বংসাবশেষগুলি পাওয়া যায়।
সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞদের মতে, মাটির পাত্রগুলি ওল্ড এলাম (বানাশ) থেকে এসেছে। বার্তা সংস্থা সিএইচটিএন বুধবার মারভদাশত এর পর্যটন প্রধান মোহাম্মদ-তাকি কালেনোইয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে৷
ব্যাখ্যা করে তিনি বলেন, বস্তুগুলি প্রায় ১০ সেন্টিমিটার উচ্চতার, প্রান্তে একটি ত্রিভুজ আকারে জ্যামিতিক নকশা রয়েছে। এর মধ্যে একটি মাটির বাটি এবং একটি সাধারণ পাত্র রয়েছে। সম্ভবত মশলা এবং বিশেষ তরল সংরক্ষণের জন্য এগুলি ব্যবহার করা হত।
সূত্র: তেহরান টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।