বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান সমাজ দিনে দিনে আরও উন্নত হচ্ছে, পরিবেশ দূষণের কথা মাথায় রেখে চাহিদা বেড়েছে ইলেকট্রিক গাড়ির। দানেন্দ্র ভেঞ্চার্স (Dandera OUTA) নামে একটি স্টার্ট-আপ কোম্পানি ভারতে খুব কম দামে লঞ্চ করেছে একটি ইলেকট্রিক কার্গো থ্রি হুইলার। যার নাম হলো OTUA Electric। ক্রেতারা এই ইলেকট্রিক গাড়িটি পেয়ে যাবে খুবই কম দামে, প্রায় ৩.৫ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে ৫.৫০ লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে। মার্কেটে এই তিন চাকার ইলেকট্রিক গাড়িটি লঞ্চ করার মূল কারণ হলো লাস্ট-মাইল ডেলিভারি এবং লজিস্টিক ব্যবহারের জন্য।
এই স্টার্ট আপ কোম্পানির (Dandera OUTA) তরফ থেকে জানানো হয়েছে যে, যারা দেশের তৈরি জিনিস ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য সুখবর। এই ইলেকট্রিক গাড়িটির বেশিরভাগ প্রোডাক্ট যেমন বডি থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত সবইএই দেশেই তৈরি করা হয়েছে। গাড়িটির দৈর্ঘ্য হলো প্রায় 3,670mm, প্রস্থ 1,500mm এবং এর উচ্চতা 2,160mm। এই নতুন তিন চাকার ইলেকট্রিক গাড়িতে ব্যবহার করা হয়েছে LED হেডল্যাম্প, এছাড়াও ড্রাইভার ক্যাবটি এয়ার কন্ডিশনিংয়ের সঙ্গে কম্প্যাটিবল। গাড়িটির কার্গো এরিয়ার দৈর্ঘ্য হলো 1,960mm এবং লোড ক্যাপাসিটি 900kgs।
এছাড়াও এই নতুন তিন চাকার ইলেকট্রনিক গাড়িতে রয়েছে প্রচুর অত্যাধুনিক ফিচারস। এই গাড়িটিকে (Dandera OTUA) পাওয়ারের জন্য দেওয়া হয়েছে একটি 12.8kW মোটর। তার সাথে রয়েছে শক্তিশালী 15.8kWh ব্যাটারি প্যাক, যা চোখ বন্ধ করে রেঞ্জ দিতে পারবে 165km। গাড়িটি হলো উন্নত সমাজের আদর্শ নিদর্শন, তাই এতে রয়েছে হাই-স্পেক ভ্যারিয়েন্ট যা ব্যাটারিকে আফগ্রেডেড করতে সাহায্য করেছে। এর রেঞ্জ হলো 300Km, অর্থাৎ আপনি যদি দিনে একবার চার্জ দেন তাহলেই আপনাকে মাইলেজ দেবে 300 কিলোমিটার। আপনি সহজেই এই গাড়িটিকে ফাস্ট চার্জার অথবা হোম প্লাগের মাধ্যমে বাড়িতে চার্জ দিতে পারবেন।
তবে এখন সব থেকে বড় প্রশ্ন হল লজিস্টিক্স এবং লাস্ট মাইল ডেলিভারির জন্য এই নতুন সংস্থাটি (Dandera OTUA) অন্য কোন ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত হবে কিনা। সম্প্রতি সংস্থার তরফ থেকে তথ্য দেওয়া হয়েছে যে, একটি EV চার্জিং ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপে যাওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। এই তিন চাকার গাড়িটিকে প্রথমে পাওয়া যাবে দিল্লি NCR, মহারাষ্ট্র এবং গুজরাতের মার্কেটে। বহু গ্রাহক এখন থেকেই প্রি-বুকিং শুরু করেছে এবং সংস্কার তরফ থেকে জানানো হয়েছে আগামী বছরে প্রথম দিকে ডেলিভারি দেওয়া শুরু হবে।
দানেন্দ্র ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা এবং সিইও ক্ষিতিজ বাজাজ মন্তব্য পেশ করেছেন যে, শেষ মাইল ডেলিভারি ড্রাইভার এবং ফ্লিট মালিকরা কার্গো ইভি থেকে যেরকম পরিষেবা আশা করে তার সবই দেবে OTUA। এই গাড়িটি মানুষের কাছে নতুনত্বের পথ খুলে দিয়েছে। তিন চাকার এই ইভি ভেহিকেলটি যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। OTUA হল একটি কার্গো ইভি যা গ্লোবাল লজিস্টিকস এবং লাস্ট-মাইল ডেলিভারি ইন্ডাস্ট্রির জন্য একটি অনবদ্য উদাহরণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।