জুমবাংলা ডেস্ক : বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রাণালয়ের উপ সচিব ড. ফরহাদ হোসেন নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি একটি মাহফিলে অংশ নিতে থ্রি হুইলারে উপজেলার চরলক্ষীপুর নন্দীরবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
জানা গেছে, টেম্পুটি চারজন যাত্রীনিয়ে মীরগঞ্জ ফেরিঘাট থেকে মুলাদী সদরের দিকে যাচ্ছিল। হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান শিক্ষা উপসচিব ড ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
বরিশাল জেলা প্রশাসক জানান, ড. ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার জন্য মাহফিলে যাচ্ছিলেন। এসময় থ্রি হুইলার উল্টে তার মৃত্যু হয়। তার মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ড. ফরহাদ হোসেন চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।