জুমবাংলা ডেস্ক : সৌদি আরবের আল নাজাদ অঞ্চলে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তিন যুবকের মৃত্যুর খবর পেয়েছে তাদের পরিবার। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে আল নাজাদ অঞ্চলের আপিপ থেকে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম বিশকাটালি গ্রামের জামাল চৌকিদারের ছেলে সবুজ চৌকিদার (৩৮), হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙা গ্রামের সৈয়াল বাড়ির মো. ইসমাইল সৈয়ালের ছেলে মো. সাব্বির (২১) এবং আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. রিফাত (২০)।
দুর্ঘটনার সময় সবুজ গাড়িটি চালাচ্ছিলেন। বাকি দুজন ওই গাড়ির যাত্রী ছিলেন। এই তিন যুবকের বাড়িতেই চলছে শোকের মাতম।
কমলাপুর গ্রামের মো. রিফাত মাত্র তিন বছর আগে শ্রমিক হিসেবে সৌদি আরবে যান। নির্মাণশ্রমিক হিসেবে তিনি কাজ করতেন।
রিফাতের বাবা দেলোয়ার হোসেন বলেন, কয়েকদিন আগেও ছেলের সঙ্গে কথা হয়েছে। তখন তিনি ছেলেকে ঈদে বাড়ি আসতে বলেছিলেন। কিন্তু ছেলে পরে আসবে বলে জানিয়েছিল।
রিফাতের প্রতিবেশী আল-আমিন খান বলেন, “রিফাত খুবই কম বয়সী। এমন দুর্ঘটনায় আমরা সবাই মর্মাহত। সান্ত্বনা দেওয়ার মত কিছুই নেই। ছেলেটি সংসারের হাল ধরেছিল।”
নিহত সাব্বিরের বাবা ইসমাইল সৈয়াল ও মা ফাতেমা বেগমের দাবি, তারা যেন শেষবারের মত সন্তানের মুখটা দেখতে পারেন। সরকার যেন এ ব্যাপারে তাদের সহযোগিতা করেন।
সবুজ চৌকিদারের বাবা জামাল চৌকিদার বলেন, সবুজ বেশ কয়েকবার দেশে এসেছে। গ্রামের বাড়িতে তার স্ত্রী ও দুই কন্যাসন্তান থাকে। তাদেরকেও ভ্রমণ ভিসায় কয়েকবার সৌদিতে নিয়েছেন। সবশেষ দুই সপ্তাহ আগে পুরো পরিবার আবারও সেখানে বেড়াতে গেছে। তারা এখনও সেখানেই রয়েছে।
জামাল চৌকিদার বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় সবুজসহ তিনজনের দুর্ঘটনার খবর পান। পরে রাত ১০টায় সেখানে অবস্থানরত স্বজনদের মাধ্যমে জানতে পারেন দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ছেলের মৃত্যুর খবরে বার বার মূর্ছা যাচ্ছেন সবুজের বৃদ্ধা মা। তিনি বিলাপ করে বলছিলেন, “আমি আমার ছেলেকে একটু ছুঁয়ে দেখতে চাই।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।