বিনোদন ডেস্ক : এপ্রিল ছিল হিন্দি ছবির জন্য হতাশাজনক এবং মন্দ একটি মাস! গত কয়েক বছরের এপ্রিলের বক্স অফিসের দিকে তাকালে দেখা যায়, বিগত মাসটি ছিল হিন্দি ছবির জন্য খুবই দুর্ভাগ্যজনক। তবে বিপরীত চিত্রের দেখা মিলেছে দক্ষিণী ছবির ক্ষেত্রে।
এবছর ইংরেজি ক্যালেন্ডারের চতুর্থ মাসটি ছিল ঈদের মাস। স্বাভাবিকভাবেই ঈদে মুক্তি পাওয়া ছবি নিয়ে প্রত্যাশা বেশি ছিল। কিন্তু এবারের ঈদের ছবিগুলো হতাশ করেছে। ময়দান ও বড়ে মিয়া ছোটে মিয়া ঈদে মুক্তি পেলেও ব্যবসা করতে পারেনি আশানুরূপ।
দক্ষিণী ইন্ডাস্ট্রি হিন্দি ছবির চেয়ে ভালো করেছে। মালয়ালাম সিনেমা বক্স অফিসে নেতৃত্ব দিয়েছে। এপ্রিলে হিন্দি ছবি আয় করেছে ১২১ কোটি, দক্ষিণী ছবি থেকে আয় হয়েছে ১৭৯.০১ কোটি। আবেশম ও ভরশংগলক্কু শেশম বক্স অফিসে ভালো আয় করেছে।
এপ্রিলে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। দো অউর দো পেয়ার, এলএসডি টু, রুসলান একেবারেই ব্যবসা করতে পারেনি। ময়দান ও বড়ে মিয়া ছোটে মিয়া একই সময়ে মুক্তি পেলেও ভালো ব্যবসা করেনি কোনোটিই। এপ্রিলে হিট সিনেমার মুখ দেখেনি বলিউড।
গত মাসে বলিউডের আয় হয়েছে ১২১.২৭ কোটি, কলিউড আয় করেছে ৪২.৯৫ কোটি, মলিউড আয় করেছে ১১৫.০৬ কোটি এবং টলিউড আয় করেছে ২১ কোটি!
গত দশ বছরে বলিউডের জন্য সবচেয়ে লাভজনক এপ্রিল এসেছিল ২০১৭ সালে। সেই বছর এপ্রিলে বাহুবলি: দ্য কনক্লুশন’স মুক্তি পেয়েছিল। ছবিটি মুক্তির মাসে আয় করেছিল ৬২৭.০৩ কোটি।
পরীমনির প্রাক্তন স্বামীর সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন মন্দিরা
বিগত দশ বছরে বলিউডের সবচেয়ে হতাশাজনক এপ্রিলের তালিকায় চলতি বছরের এপ্রিলের অবস্থান দ্বিতীয়। এই তালিকার প্রথম স্থানে আছে ২০১৫ সালের এপ্রিল, মাত্র ৬৫.৩৬ কোটি রুপির মুখ দেখেছিল বলিউড বক্স অফিস। তৃতীয় স্থানে আছে ২০২৩ সাল। গত বছরের এপ্রিলে বলিউড আয় করেছিল ১৩০.১৫ কোটি রুপি।
সূত্র: কইমই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।