বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী ও অভিনেতা নাগা চৈতন্য অভিনীত সিনেমা ‘থানডেল’ গত শুক্রবার মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই রোমান্টিক, অ্যাকশন ও থ্রিলারধর্মী এ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে।
চান্দু মনডেতি পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে সংঘটিত একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। প্রথম দিনেই ‘থানডেল’ আয় করেছে ২১ কোটি রুপি।
২০২১ সালে তেলেগু সিনেমা ‘লাভ স্টোরি’-তে নাগা ও সাই পল্লবী প্রথম একসঙ্গে অভিনয় করেন এবং সিনেমাটি হিটও হয়। এরপর থেকেই তাদের নিয়ে আরও সিনেমা নির্মাণের কথা ভাবতে শুরু করেন নির্মাতারা। ২০২৩ সালের ডিসেম্বরে আসে ‘থানডেল’ সিনেমার ঘোষণা।
মুক্তির পর বেশিরভাগ দর্শক এবং সমালোচক সিনেমাটির প্রশংসা করেছেন। তবে সিনেমার প্রচারে গিয়ে নাগা চৈতন্য তার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
‘র টকস উইথ ভিকে’ পডকাস্টে উপস্থিত হয়ে নাগা বলেন, তিনি এবং অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ২০১৭ সালে বিয়ের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘোষণা করেন।
তিনি জানান, এটি তাদের যৌথ সিদ্ধান্ত ছিল এবং তারা পরস্পরকে এখনো শ্রদ্ধা করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদমাধ্যমে বিষয়টি এমনভাবে উপস্থাপিত হয়েছে, যেন তিনিই অপরাধী।
নাগা চৈতন্য বলেন, আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।