বজ্রপাতের সময় অবহেলা না করে বৈদ্যুতিক জিনিসপত্রে প্রয়োজন যেসব সতর্কতা

লাইফস্টাইল ডেস্ক: গ্রীষ্মের এই সময়টাতে বজ্রসহ বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। এ বজ্রপাতের সংখ্যা অনেকটাই বেড়ে যায় কালবৈশাখি ঝড়ের সময়। যদি এসব দিনে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা বা অগ্নিকান্ড এড়াতে চান তাহলে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।

এ সময়টাতে হুটহাট করেই বৃষ্টিপাত শুরু হয়ে যায়। প্রবল বৃষ্টিপাতের সময় খুব দ্রুত টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য বৈদ্যুতিক জিনিসপত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন।

কারণ প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময় এসব বৈদ্যুতিক জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে। নতুবা ঘটে যেতে পারে ভয়াবহ অগ্নিকান্ড।

বাড়িতে এসি, কম্পিউটার বা ল্যাপটপ থাকলে সেগুলোরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। খুব বেশি প্রয়োজন না হলে ঘরের ফ্যানগুলো বন্ধ করে দিন।

বাড়তি সতর্কতা হিসেবে একটি ঘরের লাইট অন রেখে বাকি প্রতিটি ঘরের লাইট নিভিয়ে রাখতে পারেন। বাড়িতে ওয়াইফাই বা ডিশ লাইন থাকলে সেই সংযোগও বিচ্ছিন্ন করে ফেলুন। সেই সঙ্গে বন্ধ করুন রাউটারের সুইচও।

এ সময় কোনো অবস্থাতেই বৈদ্যুতিক ডিভাইসে চার্জ দেবেন না। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো অবস্থায় কিংবা প্রবল বৃষ্টিপাতের সময় ফোনে কথা বলা বিপজ্জনক হতে পারে।

প্রবল বৃষ্টিপাতের সময় বৈদ্যুতিক জিনিসের সামনে অবস্থান করবেন না। বৃষ্টিপাতের অন্তত ১ ঘণ্টা পর পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে এলে বৈদ্যুতিক এসব ডিভাইসের বিদ্যুৎ সংযোগ চালু করতে পারেন।

সূত্র: নিউজ ১৮ বাংলা

না ঘষে মাছ পরিস্কার করার দারুন কৌশল