জুমবাংলা ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ সকাল থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাতের প্রবণতা আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ঢাকাসহ দেশের ১৫টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ ঝড়বৃষ্টি হতে পারে।
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অফিসের সংশোধিত পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা ছাড়াও রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।”
এছাড়া বৃহস্পতিবার বিকালের মধ্যে দেশের মোট ২৭টি জেলায় বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভোলা, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এই পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের সময় অনুসরণযোগ্য ১০টি সতর্কতামূলক পরামর্শ দিয়েছে। এগুলো হলো:
- বজ্রপাতের সময় ঘরের ভেতর অবস্থান করুন
- জানালা ও দরজা বন্ধ রাখুন
- অতিপ্রয়োজন না হলে বাইরে যাওয়া এড়িয়ে চলুন
- নিরাপদ আশ্রয়ে থাকুন
- গাছের নিচে আশ্রয় গ্রহণ করবেন না
- কংক্রিটের মেঝেতে শোবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না
- বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন করুন
- জলাশয় থেকে দ্রুত উঠে আসুন
- বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকুন
- শিলাবৃষ্টির সময় ঘরের মধ্যেই অবস্থান করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।