স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলির বিরুদ্ধে থুতু ছিটানোর অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিন এলগার। সম্প্রতি পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এলগার এ অভিযোগ করেন।
এলগার অভিযোগ করেন, ‘২০১৫ সালে ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সময় ভারতের অধিনায়ক ছিলেন কোহলি। ব্যাট করতে নামার পর থেকেই আমাকে বিরক্ত করতে থাকেন কোহলি। প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। নামার পরই অশ্বিন আর জাজেজার বিরুদ্ধে খেলতে হচ্ছিল। তারপরেই কোহলি আমার দিকে থুতু ছেটায়। অশ্রাব্য ভাষা প্রয়োগ করেন। কোহলিকে বলেছিলাম, আর একবার এরকম করলে ব্যাট দিয়ে পেটাব।’
যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, তিনি এলগারকে প্রশ্ন করেন, কোহলি দক্ষিণ আফ্রিকার স্থানীয় ভাষা কি বোঝেন? জবাবে এলগার বলেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের হয়ে কোহলির সঙ্গে খেলত ডিভিলিয়ার্স।ফলে কোহলি বুঝতে পারত। পরে অবশ্য ডিভিলিয়ার্সই ঝামেলার মীমাংসা করেছিলেন।’
এলগার জানান, ভারতের মাটিতে খেলতে এসেছেন বলেই হয়ত নিজেকে সংযত করে নেন। পরে ভারত দক্ষিণ আফ্রিকা সফরে গেলে কোহলি ক্ষমা চেয়ে নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।