ব্ল্যাকমেইল ও মামলা-বাণিজ্যের অভিযোগে গ্রেফতার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর হয়েছে। জন্মসনদ অনুযায়ী তিনি অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও পুলিশি রিমান্ডে নেওয়ার ঘটনায় তীব্র বিতর্কের পর অবশেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

সুরভীর আইনজীবী রাশেদ খান জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, বয়স সংক্রান্ত তথ্য গোপন ও শিশু আইন লঙ্ঘনের বিষয়টি আদালতে স্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুরভীকে ২১ বছর বয়সী দেখিয়ে পুলিশ দুই দিনের রিমান্ড আবেদন করে। অথচ ২০১৮ সালে নিবন্ধিত জন্মসনদ অনুযায়ী সুরভীর বর্তমান বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন। শিশু আইন ২০১৩ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো শিশুকে রিমান্ডে নেওয়া বা সাধারণ কারাগারে রাখার সুযোগ নেই। পুলিশ মামলার এজাহারে বাদীর দেওয়া তথ্যকে ভিত্তি করে বয়স বাড়িয়ে রেকর্ড করায় এই জটিলতা তৈরি হয়েছিল।
গত ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় সুরভীর নামে ৫০ হাজার টাকা চাঁদাবাজির মামলা করেন। এর আগে ২৫ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ দাবি করেছিল, সুরভী একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা, যারা জুলাই আন্দোলনের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকেই আড়াই কোটি টাকা আদায়ের অভিযোগও আনা হয়েছিল তার বিরুদ্ধে।
সুরভীর আইনজীবীরা আদালতে যুক্তি দেখান যে, জন্মসনদ অনুযায়ী তিনি শিশু এবং শিশুসংক্রান্ত আন্তর্জাতিক সনদ (কনভেনশন) অনুযায়ী তাকে রিমান্ডে নেওয়া সম্পূর্ণ অবৈধ। এর আগে গত ২৬ ডিসেম্বর পুলিশ বয়স বাড়িয়ে তাকে আদালতে উপস্থাপন করায় তার জামিন নামঞ্জুর হয়েছিল। তবে আজ দীর্ঘ শুনানির পর আদালত শিশু আইনের বাধ্যবাধকতা ও সুরভীর প্রকৃত বয়স বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ায় এখন সুরভীকে সাধারণ কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। তবে মামলার অভিযোগগুলোর তদন্ত চলবে। যথাযথ বয়স ও তথ্য গোপনের অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়েও মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


