তীব্র গরমে ভক্তের মৃত্যু, টেইলর সুইফটের কনসার্ট বাতিল

টেইলর সুইফটের

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে চলছে তীব্র দাবদাহ। গরমে অসুস্থ হয়ে ইতিমধ্যে একজন তরুণীর মৃত্যু হয়েছে। তিনি মার্কিন পপ গায়িকা টেইলর সুইফটের কনসার্ট দেখতে গিয়ে গরমে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

টেইলর সুইফটের

প্রতিবেদনে বলা হয়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কনসার্ট বাতিল করেছেন টেইলর সুইফট। ততক্ষণে লক্ষাধিক মানুষ স্টেডিয়ামে উপস্থিত হয়ে গেছেন। ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে টেইলর সুইফট বলেন, ‘আমার ভক্ত ও ক্রুদের নিরাপত্তা ও সুস্থতা সবসময়ই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

চলতি সপ্তাহে ব্রাজিলজুড়ে তীব্র দাবদাহ চলছে। শুক্রবার রাজধানী রিও ডি জেনিরোতে তাপমাত্রা ছিল ৫৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, শনিবার সেটি বেড়ে দাঁড়ায় ৫৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এত গরমে দেশটির বাসিন্দারা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবারের শো বাতিল করলেও সোমবার তার কনসার্ট অনুষ্ঠিত হবে। ইনস্টাগ্রামে দেওয়া পোসেব্ট সুইফট বলেন, ভক্তের মৃত্যুতে তিনি চরম মর্মামত। তিনি বলেন, ‘তার হৃদয় ভেঙে গেছে, মেয়েটি খুবই সুন্দর ও চমৎকার ছিল। তার বয়সও অনেক কম ছিল।’

ধূমপান থেকে মুক্তি পাবার উপায়

সুইফট বলেন, ‘এই কথাগুলো লেখার সময় আমার বিশ্বাসই হচ্ছে না, কিন্তু আমি ভারাক্রান্ত হৃদয়ে লিখছি যে আমার অনুষ্ঠানের আগে আমার একজন ভক্ত মারা গেছেন। আমি কতটা আঘাত পেয়েছি তা বলে বোঝাতো পারবো না।’