জুমবাংলা ডেস্ক : তীব্র শৈত্যপ্রবাহ, সঙ্গে ঘন কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছে। এর জেরেই ভারতের রাজধানী দিল্লিসহ একাধিক রাজ্যের বিভিন্ন শহরের স্কুলে শীতকালীন ছুটি ৫ দিন পর্যন্ত বাড়ল।
রবিবার দিল্লি শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডার জেরে দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে ছুটি ১২ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। এই বিষয়ে দিল্লির সমস্ত স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সমস্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাকে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, উত্তরপ্রদেশে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতিতে, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুলের অষ্টম শ্রেণি পর্যন্ত ছুটি ঘোষণা করেছে লখনউ জেলা প্রশাসন। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া রাজস্থানে ১৩ জানুয়ারি পর্যন্ত অষ্টম শ্রেণি পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু, পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারের কিছু অংশে রবিবার সকালে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং ত্রিপুরাও ঘন কুয়াশায় ঢাকা ছিল।
জম্মু, পাঞ্জাবের অমৃতসর এবং পাতিয়ালা, হরিয়ানার আম্বালা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের বরেলি এবং বিহারের পূর্ণিয়ায় আজ সকালে দৃশ্যমানতা ছিল ২৫ মিটার।
যেখানে বিনিয়োগে টাকাও নিরাপদ থাকে, মুনাফাও পাওয়া যাচ্ছে ব্যাংকের চেয়ে বেশি
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উত্তর ভারত জুড়ে আগামী কয়েকদিন তীব্র শৈত্যপ্রবাহ চলবে। ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশেও।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.