বিনোদন ডেস্ক : ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলাম। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে তাঁর―এমনটাই খবর ছিল। শোনা গিয়েছিল গ্রুমিং শুরু করেছেন তিনি।
বছর দেড়েক আগেই জাজের কর্ণধার আব্দুল আজিজ নিজে বলেছিলেন, ‘আমরা বেশ কয়েকজন নতুন নায়িকা উপহার দিতে যাচ্ছি। এর মধ্যে জেসিয়া একজন। এর আগে আমরা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, পূজা চেরির মতো নায়িকা উপহার দিয়েছি।’
চলচ্চিত্রে অভিষেক ঘটেনি জেসিয়ার। পরে অনন্য মামুনের যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার কথা শোনা গিয়েছিল। তবে সেটাও বাস্তবে ঘটেনি।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া জেসিয়া সেভাবে ক্যারিয়ার দাঁড় করাতে পারেননি, উল্টো সমালোচনার কবলে পড়েছেন একের পর এক। সালমান মুক্তাদিরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আলোচনায় এসেছিলেন। এবার সামাজিক যোগাযগ মাধ্যমে বেশ কটাক্ষের মুখে পড়েছেন এই শোবিজ তারকা।
সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিকিনি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর সেখানেই সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন এই আলোচিত মডেল-অভিনেত্রী। একজন লিখেছেন, ‘তোমার নামের সাথে ইসলাম শব্দটা কেনো লাগিয়েছো?’ সেই মন্তব্যে আরেকজন এসে সহমত প্রকাশ করেছেন।
একাধিকজন শরীর নিয়ে জেসিয়ার সমালোচনা করেছেন। পোশাক নিয়ে সমালোচনা করেছেন কয়েকজন। শব্দের তীব্র আক্রমণেও জেসিয়ার কোনো প্রতিক্রিয়া নেই। তিনি এড়িয়ে গেছেন।
শীর্ষ নম্বর পেয়েও ‘তথ্য গোপন’ করায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যেতে পারেননি জান্নাতুইল নাঈম এভ্রিল। ফলে নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে নতুন করে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।