জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে তীব্র ঠান্ডা ও ঘনকুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। শীতের তীব্রতায় নাকাল উত্তরের বেশ কয়েকটি জেলা। পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। তিন দিন ধরে নেই সূর্যের দেখা। মেঘাচ্ছন্ন আকাশের সাথে টিপটিপ বৃষ্টির মত পড়ছে কুয়াশা। এতে বেড়েছে জনদুর্ভোগ।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া, জয়পুরহাটে হাড় কাপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা থাকায় রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন । কোল্ড ডায়রিয়াসহ বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.০২ ডিগ্রী সেলসিয়াস।
ঠাকুরগাঁওয়ে শৈতপ্রবাহ চলছে। ঘনকুয়াশায় ঢেকে গেছে মাঠ-ঘাট। প্রচন্ড কুয়াশায় কাজ না পেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর শ্রমিকরা।
Samsung Galaxy S25 বনাম Galaxy S24: আপগ্রেডগুলো কতটা কার্যকর
এদিকে, কমতে শুরু করেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। তবুও দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।