স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ উইকেটের দারুণ জয়ে বাংলাদেশের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। মাত্র তিন দিনেই শেষ হয়ে গেছে বাংলাদেশের এশিয়া কাপ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির আগে যে কথার লড়াই চলত, গত রাতে ওই দুর্দান্ত জয়ের পর সেটা হয়ে গেছে একপাক্ষিক আক্রমণ। মানে টাইগারদের খোঁচা মেরে মজা নিচ্ছেন শ্রীলঙ্কার সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
এই বিতর্কের শুরু হয়েছিল কোন দলে বিশ্বমানের খেলোয়াড় আছে কিনা- সেটা নিয়ে। দাসুন শানাকা বলেছিলেন, বাংলাদেশে সাকিব-মুস্তাফিজ ছাড়া বিশ্বমানের বোলার নেই। জবাবে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের তবু দুজন বোলার আছে। তাদের সাকিব আর মোস্তাফিজের মানেরও কোনো বোলার নেই। ‘
No need to have world class players, when you have 11 brothers ❤️ pic.twitter.com/H0rYESlF6i
— Maheesh Theekshana (@maheesht61) September 2, 2022
এরপর এই বিতর্কে জড়িয়ে পড়েন মাহেলা জয়াবর্ধনে। তিনি শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিজেদের ক্লাস প্রমাণ করার আহ্বান জানান। ম্যাচ জয়ের পর জয়াবর্ধনে যেমন টুইট করেছেন, তেমনি খালেদ মাহমুদ সুজনকে খোঁচা মেরেছেন মহিশ থিকশানা। শ্রীলঙ্কার এই ডানহাতি স্পিনার টুইটারে লিখেছেন, ‘বিশ্বমানের খেলোয়াড়ের কোনো প্রয়োজন নেই, যখন তোমার ১১টা ভাই আছে। ‘
এর মাধ্যমে মহিশ থিকশানা যেমন খালেদ মাহমুদকে খোঁচা মারলেন, তেমনই জানিয়ে দিলেন নিজেদের দলের ঐক্য কতটা মজবুত। দলে ১১জন ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে বাংলাদেশকে হারাতে বিশ্বমানের খেলোয়াড় প্রয়োজন হয় না- এটাই যেন বুঝিয়ে দিলেন মহিশ। যেখানে বাংলাদেশ দলে আছেন সাকিবের মতো বিশ্বসেরা অল-রাউন্ডার। মুস্তাফিজের মতো পেস সুপারস্টার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।