চতুর্থদিনে ব্যর্থ ‘টাইগার থ্রি’

বিনোদন ডেস্ক : ‘মুক্তির আগে থেকেই দর্শকদের আগ্রহের তুঙ্গে ছিল সালমান খান-ক্যাটরিনা জুটির ‘টাইগার থ্রি’। সমালোচকরা শুরু থেকেই বলছিলেন, সিনেমাটি সালমান-ক্যাটরিনাকে ব্যর্থতার বৃত্ত থেকে বের করে আনবে। সেই ধারণা সত্যেও রূপ নিচ্ছে। অগ্রিম টিকেট বিক্রির রেকর্ড গড়ার পর সিনেমাটি মুক্তির প্রথম দিনের আয়েও চমকে দেয়।

টাইগার থ্রি

দিওয়ালি উপলক্ষে গত রবিবার বিশ্বের ৮ হাজার ৯শ’ পর্দায় মুক্তি পেয়েছে ‘টাইগার থ্রি’। মুক্তির প্রথমদিন সিনেমাটি শুধু ভারতে আয় করে ৪৩ কোটি রুপি। যা প্রথমদিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘টাইগার থ্রি’কে তৃতীয় অবস্থানে যুক্ত করেছে। এছাড়া দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৫৮ কোটি রুপি। এছাড়া তৃতীয় দিন ঘরে তোলে ৪৩.৫ কোটি।

মাত্র ৩ দিনেই সিনেমাটি ২শ’কোটি পার করে। ফলে সালমান ভক্তদের প্রত্যাশার প্রদীপ আরও উজ্জ্বল হয়। কিন্তু চতুর্থ দিনে (১৫ নভেম্বর) বড় পতনের মুখে পড়ল ‘টাইগার থ্রি’। এদিন ভারতে ছবিটির কালেকশন মাত্র ২১ কোটি রুপিতে নেমে আসে। খবর এনডিটিভির।

এ বিষয়ে বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ বলেছেন, ‘চতুর্থ দিনের শুরুটা কিন্তু ভালোই ছিল। সকালের শোগুলোতে প্রচুর দর্শক ছিল। কিন্তু দুপুর ১টা থেকেই ছবিটির ব্যবসায় ধ্বস নামে। কারণ তখন ভারত বনাম নিউজিল্যান্ডের সেমি-ফাইনাল ম্যাচ ছিল।

পড়া ছেড়ে টিউশনি ক্লাসের মধ্যেই তুমুল ড্যান্স দিয়ে ঝড় তুললো কিশোর-কিশোরী

আর ম্যাচটি রেকর্ড পরিমাণ দর্শক দেখেছে। ফলে সিনেমা হলে দর্শকের সমাগম কমে যায়।’ এরপরও চতুর্থ দিনের কালেকশনকে একেবারে মন্দ বলতে নারাজ বিশ্লেষকরা। তাদের অনুমান, আগামী উইকেন্ড (রবিবার) নাগাদ ‘টাইগার থ্রি’ ভালো অবস্থানে পৌঁছাবে।