বিনোদন ডেস্ক : বলিউড তারকা টাইগার শ্রফ ও কৃতি স্যানন জুটির ‘গণপথ’ সিনেমা নিয়ে ভক্তদের মাঝে বেশ উন্মাদনা দেখা গিয়েছিল। তবে মুক্তির ৬ দিন পরও এ সিনেমার বক্সঅফিস কালেকশান খুব একটা আশার স্বপ্ন দেখাতে পারেনি।
জানা গেছে, এখন পর্যন্ত এ সিনেমার আয় ১০ কোটির কিছু বেশি। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি টাকারও বেশি। বধুবার (২৫ অক্টোবর) পর্যন্ত ৯.৭৩ রুপি আয় করেছিল এ সিনেমা। যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকারও বেশি। এ সিনোমর বাজেট ছিল ২০০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২৬৫ কোটি টাকারও বেশি।
২০৭০ সালের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমা অ্যাকশনে ভরপুর হবে তা টিজারেই ধারণা করা যাচ্ছিল। বিকাশ বহেল পরিচালিত এ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। টাইগার ও কৃতী, দুজনকেই দেখা গিয়েছে অ্যাকশন রূপে। তাদের বিপরীতে দেখা গেছে আন্তর্জাতিক শত্রুদের।
তবে এ সিনেমায় যা নজর কেড়েছে, তা হল দুর্ধর্ষ মানের ভিএফএক্সের ব্যবহার, যা এখন পর্যন্ত তেমনভাবে কোনো ভারতীয় সিনেমায় দেখা যায়নি। দর্শকের সামনে ওয়ার্ল্ড-ক্লাস সিনেম্যাটিক অভিজ্ঞতা নিয়ে আসার জন্য কোনো পরিশ্রম বাকি রাখেননি জ্যাকি ভগনানি।
‘হিরোপন্তি’ জুটির অনস্ক্রিন রসায়ন ফের ফিরবে এ সিনেমা হাত ধরে। টাইগার ও কৃতীর জুটি এমনিতে বেশ পছন্দই করেন দর্শক। প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন জ্যাকি ভগনানি। তিনি বলেছিলেন, আমাদের অন্যতম উচ্চাকাঙ্ক্ষা-যুক্ত প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত। ‘গণপথ: এ হিরো ইজ বর্ন’। এ সিনেমা অপরিসীম আবেগ এবং একটি অনন্য দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি করা হয়েছে। এটি দর্শকদের জন্য একাধিক চমক নিয়ে আসবে।
বিকাশ বহেল পরিচালিত, বাসু ভগনানি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ ও বিকাশ বহেল প্রযোজিত সিনেমা ‘গণপথ’ বিশ্বজুড়ে, হিন্দি, তামিল, তেলুগু, মালয়লাম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল। নির্মাতা এখনও আশা করছেন, সিনেমাটি ভালো ব্যবসা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।