আন্তর্জাতিক ডেস্ক : মিনিট খানেক পরে ‘তিনি’ বেরোলেন। রাজকীয় ঢঙে ধীর পায়ে রাস্তা পার হলেন। দু’পাশে দাড়িয়ে থাকা লোকজনের মধ্যে একটা কোলাহল তৈরি হল। যানবাহন ছেড়ে এ বার বাঘ সামলাতে দেখা গেল ট্র্যাফিক পুলিশকে!
রাস্তার দু’দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে গাড়ি, বাইক। মাঝখানে প্রায় ৫০ মিটার অংশ ফাঁকা। এক ট্র্যাফিক পুলিশকে দেখা গেল গাড়ি এবং পথচলতি মানুষকে থেমে যাওয়ার জন্য ইঙ্গিত করছেন।
দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলির চোখ এক বার রাস্তার ওই ফাঁকা জায়গায়, আবার রাস্তার পাশে জঙ্গলের দিকে ঘোরাফেরা করছিল। কেন তাঁদের থামিয়ে দেওয়া হল, কেনই বা তাঁদের চুপ করার ইঙ্গিত দিচ্ছেন ওই ট্র্যাফিক পুলিশ কিছুতেই ঠাওর করতে পারছিলেন না।
Green signal only for tiger. These beautiful people. Unknown location. pic.twitter.com/437xG9wuom
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 22, 2022
মিনিট খানেক পরে ‘তিনি’ বেরোলেন। রাজকীয় ঢঙে ধীর পায়ে রাস্তা পার হলেন। দু’পাশে দাড়িয়ে থাকা লোকজনের মধ্যে একটা কোলাহল তৈরি হল। যেটিকে ঘিরে কোলাহল তৈরি হল, সেটি আর কেউ নয়, বাঘ! খুব ধীর পায়ে সেটি রাস্তার এক পাশের জঙ্গল থেকে অন্য পাশের জঙ্গলে মিলিয়ে গেল। বাঘ চলে যেতেই ফের যান চলাচল শুরু হয়।
ভিডিওটি নেটমাধ্যমে প্রকাশ করেছেন আইএফএস আধিকারিক প্রবীণ কাসওয়ান। তবে জায়গাটি কোথায় তা অবশ্য জানা যায়নি। কেউ কেউ এই দৃশ্য দেখার পর বাঘের জন্য গ্রিন করিডরের দাবি তুলেছেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।