বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা টাইগার শ্রফ। প্রায় এক দশকের অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। ব্যক্তিগত জীবনে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছেন তার। তবে প্রেম জীবন নিয়ে কখনো খোলামেলা কথা বলতে দেখা যায়নি তাকে। এবার তার প্রথম প্রেম নিয়ে কথা বললেন টাইগার শ্রফ।
সম্প্রতি অ্যামাজন প্রাইমের এক অনুষ্ঠানে যোগ দেন টাইগার। সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে আলাপকালে টাইগার শ্রফ জানান, রুপালি জগতের মানুষ হওয়া সত্ত্বেও তিনি কম কথা বলেন এবং অন্তর্মুখী স্বভাবের। টাইগারের ভাষায়— ‘বরুণ আপনি জানেন, আমি লাজুক এবং অন্তর্মুখী স্বভাবের মানুষ। ২৫ বছর বয়সের আগে আমার কোনো প্রেমিকা ছিল না।’
এসময় বরুণ টাইগারকে প্রশ্ন করেন আপনি কি নিশ্চিত বয়সটা ২৫? জবাবে টাইগার শ্রফ বলেন, ‘হ্যাঁ, আমার বয়স যখন ২৫ বছর তখন আমার জীবনে প্রেমিকা আসে। আমার অভিষেক সিনেমার অডিশনের সময়ের ঘটনা এটি।’ প্রশ্ন ছুড়ে দিয়ে বরুণ বলেন, প্রেমিকার নাম কি কৃতি স্যানন? জবাবে টাইগার বলেন, ‘তার আগের জন।’
বরুণ ধাওয়ান বারবার জানতে চাইলেও প্রেমিকার নাম প্রকাশ করেননি টাইগার। ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে টাইগারের। সিনেমাটিতে টাইগারের বিপরীতে অভিনয় করেন কৃতি স্যানন। এরপর খবর চাউর হয়, প্রেম করছেন কৃতি-টাইগার।
কেবল কৃতি স্যাননই নন, টাইগারের নাম জড়িয়েছে দিশা পাটানির সঙ্গেও। বলিউডের বহুল চর্চি জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। পর্দার বাইরেও তাদের রসায়ন নজরকাড়া। অনেক দিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই যুগল।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।