বলিউড কাঁপাতে একের পর এক চমক নিয়ে আসছেন টাইগার শ্রফ

টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক : নাচ হোক কিংবা অ্যাকশন, তাঁর জুরি মেলা ভার। তিনি টাইগার শ্রফ। আপাতত চূড়ান্ত ব্যস্ত নায়ক। কৃতি শ্যাননের সঙ্গে আগামী ছবির প্রস্তুতি তুঙ্গে। একের পর এক ছবি তাঁর ঝুলিতে। একদিকে যেমন চলছে বিকাশ বহেল পরিচালিত ছবি ‘গণপথ: পার্ট ১’ –এর শ্যুটিং। তার মধ্যেই শশাঙ্ক খৈতানের সঙ্গে জুটি বাঁধলেন নায়ক।

টাইগার শ্রফ
ফাইল ছবি

মুম্বই সংবাদ সংস্থা সূত্রে খবর, আগস্ট মাস থেকেই নতুন ছবির শ্যুটিং শুরু করবেন টাইগার।আর কয়েকদিনের মধ্যেই ‘গোবিন্দ নাম মেরা’ ছবির শ্যুটিং শেষ করবেন শশাঙ্ক। যে ছবিতে কিয়ারা আডবাণী, ভিকি কৌশলকে দেখতে পাবেন দর্শক। তারপরই পরিচালক উড়ে যাবেন পর্তুগাল।

নতুন ছবির প্রস্তুতির জন্য। প্রেম, অ্যাকশন, ড্রামা সব ধরনের উপাদান থাকবে এই ছবিতে। মুম্বই সংবাদসংস্থা সূত্রে খবর, পর্তুগালে তিন সপ্তাহ শ্যুটিং চলবে। ছবির বাকি কাজ হবে ভারত এবং অন্যান্য জায়গায়। ‘গণপথ’ ছাড়াও এই মুহূর্তে নায়কের ঝুলিতে একাধিক ছবি।

২০২৩-এর ক্রিসমাসে মুক্তি পাবে ‘বড়ে মিঁয়া, ছোটে মিঁয়া’। যে ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে টাইগারকে।

নিজের গোপন তথ্য ফাঁস করলেন কোয়েল