যুক্তরাষ্ট্রকে ১৫৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ

Bangladesh

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৫৪ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন তাওহীদ হৃদয়।

Bangladesh

মঙ্গলবার (২১ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস।

তবে, আজও ব্যর্থ হন অফফর্মে থাকা লিটন দাস। ওপেনিংয়ে নেমে মাত্র ২ রানে জীবন পাওয়া লিটন করেছেন মাত্র ১৪ রান। আরেক ওপেনার সৌম্য সরকারও সাজঘরে ফিরেছেন ২০ রান করে। ওয়ান ডাউনে নামা অধিনায়ক শান্তর ব্যাটেও দেখা মেলেনি ডাবল ফিগারের। তিনি ফেরেন মাত্র ৩ রান করে।

শান্তর বিদায়ের পর ক্রিজে আসা সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন হৃদয়। তবে দলীয় ৬৮ রানে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন সাকিব। ১২ বলে ৬ রান করে আউট হন সাকিব।

এরপর মাহমুদউল্লাহকে নিয়ে দলের হাল ধরেন তাওহীদ হৃদয়। জুটি গড়েন ৬৭ রানের। ৪০ বলে তুলে নেন ব্যক্তিগত ফিফটি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪৭ বলে ৫৮ রান করেন এই ব্যাটার। মারেন দুইটি ছক্কা ও ৪টি চার। দলীয় ১৩৫ রানে ২২ বলে ৩১ রানে করে আউট হন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভেন টেইলর নেন ২টি উইকেট।