বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি নীল শিমার গাউনে ছবি শেয়ার করেছেন তৃণা সাহা। তাঁর এই লুক দেখে সবাই প্রেমে পড়ছেন টুপটাপ। আর হবে নাই বা কেন! তাঁকে দেখতে অসাধারণ লাগছে। বিশেষ নজর টেনেছে ড্রেসের ব্যাক ডিটেলিং। ছবি দেখে নিন।
টেলিভিশনের খড়কুটো ধারাবাহিক তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। সম্প্রতি বড় পর্দায় পা রাখার কথাও জানা গিয়েছে। পাশাপাশি ওটিটি-তেও কাজ করতে দেখা যাবে তাঁকে। যদিও তৃণা সাহা তাঁর অনুরাগীমহলে খুবই জনপ্রিয়, কিন্তু তৃণাকে অনেকেই যেন ‘গুনগুন’ নামেই বেশি চেনেন। আর তা হবে নাই বা কেন, খড়কুটো ধারাবাহিকটি যে তাঁকে সবার একদম ঘরের মেয়ে করে তুলেছে।
যাই হোক, খড়কুটোর গুনগুন চরিত্র নিয়ে না হয় আলোচনা হবে পরে। বরং তৃণার ইনস্টাগ্রামের পাতা থেকে ঘুরে আসা যাক। আপনি যদি ভুল করেও তৃণা সাহার ইনস্টাগ্রামে ঢুকে পড়েন, সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা নেই! আপনার চোখ আটকে যাবে। সম্প্রতি একটি নীল রঙের গাউনে ছবি শেয়ার করেছেন তৃণা। সম্পূর্ণ পিঠ খোলা গাউনে তৃণার হটনেস চোখে পড়ার মতো!
তৃণা যে ধরনের গাউন পরে আছেন, তাকে মারমেড গাউন বলা হয়। কারণ গাউনের প্যাটার্নটিই সেরকম। আপনি লক্ষ্য করুন, একটি মৎসকন্যা বা জলপরীর আকৃতি যেমন হয়, এই গাউনটিকে সেই প্যাটার্নই দেওয়া হয়েছে। তাই গাউনের উপরের অংশ চাপা।
একটি বডিহাগিং লুক দেওয়া হয়েছে। একদম হাঁটুর অংশ থেকে ফ্লেয়ার টাচ রয়েছে। যা গাউনটিকে মারমেড প্যাটার্ন দিয়েছে। আর এই ড্রেসটি অভিনেত্রীও দারুণভাবে ক্যারি করেছেন। তাই তো তাঁর লুক আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।
এই ড্রেসে কাঁধের অংশ উন্মুক্ত। অফ শোল্ডার ড্রেসের নেকলাইনটিও বেশ আকর্ষণীয়। এই শিমারি ড্রেসে হল্টার নেকলাইনটি সত্যিই দারুণ। গলার অংশটিতে একটি স্ট্র্যাপের সাহায্যে বাঁধা হয়েছে। সম্পূর্ণ ড্রেসে মনোটোন ধরে রেখেছেন অভিনেত্রী।
যাতে তাঁকে দেখে খুবই সুন্দর লাগছে। শিমার ড্রেসটি তৃণার লুকে যোগ করেছে গ্ল্যাম টাচ। ড্রেসের সঙ্গে মানানসই পোজ দিয়ে নিজের ফিগারকে হাইলাইট করতে ভোলেননি তৃণা। তাঁর ফিগার কমপ্লিমেন্ট পেয়েছে এই ড্রেসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।