টাইট সালোয়ার পরে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো মুসকান বেবি

মুসকান বেবি

বিনোদন ডেস্ক : নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে মুসকান বেবি কম পরিচিত নন দর্শকদের মাঝে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীর মধ্যে একজন।

মুসকান বেবি

স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিওই।

‘নং ১ হরিয়ানভি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে মুসকান বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে ৩ বছর আগে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসকান বেবির নাচের এই ভিডিওটি পৌঁছে গিয়েছে হাজারো মানুষের কাছে। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে।

সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান বেবিকে জনপ্রিয় ধামাকেদার বলিউডের গান ‘লায়লা মে লায়লা’র তালে রীতিমতো স্টেজ কাঁপাতে দেখা গিয়েছে। বলাই বাহুল্য, বলিউডের হিট ছবি ‘রাইজ’এর গানেই দর্শকদের দিকে তাকিয়ে চোখ মেরেছেন তিনি। নিজের নাচের মাধ্যমে মাতিয়ে দিয়েছিলেন সমগ্র দর্শকমহলকে।

लैला में लैला  ,मुस्कान बेबी का सेक्सी डांस

৩ বছর আগেকার এই ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান বেবিকে গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। জনপ্রিয় ধামাকেদার বলিউডের গান ‘লায়লা মে লায়লা’র তালে নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি।

বয়স হয়েছে, তাই বনবাসে যেতে চান শ্রীলেখা

তার পারফর্ম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন সেখানে উপস্থিত দর্শকরাও, সেকথা ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি মুসকান বেবির এই নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই আবারো নেটনাগরিকদের একাংশের মাঝে ও হরিয়ানভি দর্শকদের মাঝে চর্চায় উঠে এসেছেন তিনি।