টিকটককে পৃথিবীর বাইরেই নিয়ে গেলেন সামান্থা!

সামান্থা ক্রিস্টোফোরেত্তি

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশে একটানা সবচেয়ে বেশি সময় কাটানো ইউরোপীয় নভোচারী হিসেবে পরিচিত সামান্থা ক্রিস্টোফোরেত্তি। তবে এবার আরেকটি ইতিহাস তৈরি করেছেন তিনি।
সামান্থা ক্রিস্টোফোরেত্তি
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম টিকটক ভিডিও বানানো ব্যক্তি তিনি। তার লাখ লাখ ভিউ পাওয়া ভিডিওগুলোর জন্য রীতিমত তারকা বনে গেছেন তিনি।

ইতালির প্রথম নারী নভোচারী সামান্থা ২০১৪ সালে প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করেন। সেবার তিনি টানা ১৯৯ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করেন, যা ছিল তখনকার মতো কোনো নারীর সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকার রেকর্ড।

টিকটকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিজের দৈনন্দিন জীবনের নানা মজাদার ভিডিও শেয়ার করেন সামান্থা।

যেমন, একটি ভিডিওতে তিনি দেখিয়েছেন একটি ভেজা তোয়ালে শূন্য মাধ্যাকর্ষণ শক্তিতে কেমন আচরণ করে।

আরেক ভিডিওতে তিনি দেখিয়েছেন স্টেশনে কীভাবে নিজেকে ট্রেডমিলের সাথে বেঁধে দৌড়াতে হয়, যেন তিনি ভেসে না যান।

সামান্থা বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মিনার্ভা মিশনে কাজ করছেন। এবছরের ২৭ এপ্রিল আরও তিনজন নভোচারীর সাথে সেখানকার উদ্দেশ্যে পৃথিবী ত্যাগ করেন তিনি।

এক কেজি ওজন কমালে মিলবে হাজার কোটি রুপি