টিকটকে চালু হচ্ছে আকষর্ণীয় নতুন ফিচার

টিকটকে চালু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বুধবারের এক ঘোষণায় নতুন ফিচার যুক্ত করার কথা জানিয়েছে। এ ফিচারের মাধ্যমে মূলত রেটিং সুবিধা চালু করা হবে। যেখানে মান সম্পন্ন কনটেন্টকে গুরুত্ব দেওয়া হবে। খবর এবিসি নিউজের।

টিকটকে চালু

সম্প্রতি টিকটকের কনটেন্ট নিয়ে আইনপ্রণেতা ও উকিলদের সমালোচনার মুখে পড়ে টিকটক। বিশেষ করে তরুণদের কনটেন্ট নিয়ে ব্যাপক সমালোচনা করা হয়। কারণ টিকটকে যেসব কনটেন্ট শেয়ার করা হয় তার বেশির ভাগই মানসম্মত নয়। এমন পরিস্থিতিতে টিকটক নতুন এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, রেটিং পদ্ধতির নাম দেওয়া হয়েছে কনটেন্ট লেভেল। যার মাধ্যমে বয়স ভিত্তিক কনটেন্ট গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে যাদের বয়স ১৮ এর নিচে তাদের ভিডিও এবং যাদের বয়স ১৮ এর উপরে তাদের ভিডিওকে আলাদা করা হবে। এছাড়া ফিল্ম এবং গেইমিং প্রতিষ্ঠানের জন্য একই নিয়ম চালু করা হবে।

লেনদেনে জরুরী চুক্তিপত্র, জেনে নিন চুক্তির নিয়ম

টিকটক ব্যবহার যেন মানুষের জন্য নিরাপদ হয় সেক্ষেত্রে টিকটক অ্যাপ কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছে।