টিকটকে যেভাবে ‘বিখ্যাত’ হয়েছিলেন ওয়ার্নার

ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : সারাবিশ্বে করোনাভাইরাসের কারণে ঘরবন্দী ছিল মানুষ। তবে সে সময় বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন অনেকে। অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারের কথাই ধরা যাক। করোনাকালে বিভিন্ন গানের সঙ্গে পরিবারসহ নেচে টিকটক, ইনস্টাগ্রামে আপলোড করেছেন এই তারকা। যা প্রশংসা পেয়েছে বিশ্বব্যাপী। ভারতের বিভিন্ন অঞ্চল থেকেই ওয়ার্নারের কাছে এমন ভিডিও তৈরির অনুরোধ করা হয়।

ওয়ার্নার

সম্প্রতি গৌরব খান্নার ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওয়ার্নার জানিয়েছেন, কীভাবে তিনি ভিডিও বানানো শুরু করেছিলেন এবং একটি তেলেগু সিনেমার গানে নেচে ভাইরাল হয়েছিলেন।

ওয়ার্নার বলেন, ‘আমি জানতাম না টিকটক কী। অন্য সবাই কয়েক বছর ধরেই অ্যাপটি ব্যবহার করে আসছিল। শুধু স্ক্রল আর স্ক্রল করে যেত। এরপর আঘাত হানে কোভিড-১৯। আমি ভাবলাম, আচ্ছা টিকটক ব্যবহার করেই দেখি, কী হয়। একজন আমাকে বলল, আমি কোনো গানে অভিনয় করতে পারব নাকি। আমি শুধু ‘‘শিলা কি জাওয়ানি’’, ‘‘ম্যায় তেরা হিরো’’, ‘‘চাম্মাক চালো’’ গানের সঙ্গে পরিচিত ছিলাম। তারপর আমরা (পরিবারসহ) ‘‘শিলা কি জাওয়ানি’’ গানে অভিনয় করি। এরপর থেকেই হাজার হাজার অনুরোধ আসতে শুরু করে।’

প্রতিদিন ট্রেনে যাতায়াত করে এই কুকুর, ভাইরাল ভিডিও

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক আরও বলেন, ‘হায়দ্রাবাদি ভক্তরা আমাকে অনুরোধ করেছিল, “বুট্টা বোমা” গানে অভিনয় করতে পারব কি না। তারপর আমরা সেটি করি এবং এটি ক্ষেপণাস্ত্রের মতো (ভাইরাল) ছিল।’