টিকটকে আসক্তি হওয়ার কারন

tiktok

জুমবাংলা ডেস্ক : ছোট ছোট ভিডিও দেখার সুযোগ থাকার কারণে ব্যবহারকারীদের অনেকেই দীর্ঘ সময় কাটিয়ে দেন ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে। কেউ কেউ আবার নিয়মিত ভিডিও দেখা থেকে রীতিমত প্ল্যাটফর্মটিতে আসক্ত হয়ে পড়েন। যা মস্তিষ্কের বিকাশ ও মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলে।

tiktok

এ সংক্রান্ত ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক করেছেন গবেষকরা। প্ল্যাটফর্মটির অভ্যন্তরীণ নানা গবেষণা ও কাগজপত্রে অ্যাপটির প্রতি আসক্তির রহস্য তুলে ধরা হয়েছে। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে টিকটকের তথ্য অনুযায়ী বলা হয়েছে, ৩৫ মিনিটের মধ্যে ২৬০টি ভিডিও দেখা হলে ব্যবহারকারীর টিকটকের প্রতি আসক্ত হওয়ার সম্ভাবনা থাকবে।

যুক্তরাষ্ট্রের ১৪ জন অ্যাটর্নি জেনারেলের দুই বছরের তদন্তের অংশ হিসেবে কিছু কাগজপত্র প্রকাশ করেছে টিকটক কর্তৃপক্ষ। প্রকাশ হওয়া নথি অনুযায়ী, টিকটক প্ল্যাটফর্ম কিশোর-কিশোরীদের জন্য যে ধরনের বিপদ ডেকে আনে কিংবা জটিলতা সৃষ্টি করে, সে সম্পর্কে অবগত আছেন কর্মকর্তারা।

এর অর্থ, কিশোর-কিশারীদের মধ্যে আসক্তি সৃষ্টির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ডিজাইন করা হয়েছে টিকটকের। এ কারণে অ্যাপটির অ্যালগরিদম আসক্তি তৈরিতে ব্যবহারকারীকে সিরিয়াল অনুযায়ী ভিডিও প্রদর্শন করতে থাকে।

শিশু-কিশোরদের সুরক্ষায় প্ল্যাটফর্মটিতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধার পাশাপাশি ভিডিও দেখার সময়ও নিয়ন্ত্রণের টুল রয়েছে। তবে এই নিরাপত্তা টুলসগুলো মূলত অ্যাপের সময় সীমিত করার জন্য নয়, প্ল্যাটফর্মটির ভাবমূর্তির উন্নতিকরণে চালু করা হয়েছে বলে অনেকের অভিযোগ।

শিক্ষার্থীদের মিছিলে হামলা মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

এ ব্যাপারে কাগজপত্রে টিকটকের একজন কর্মকর্তা জানিয়েছেন, এসব বাস্তবায়নের প্রাথমিক উদ্দেশ্য ছিল প্রতিদিনের অ্যাকটিভ ইউজার বৃদ্ধি করা। মূলত টিকটক প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে কর্তৃপক্ষ।