বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে যুক্ত হচ্ছে ডিজলাইক বাটন। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো টিকটকে অপছন্দের কোনো কনটেন্ট বা ভিডিও ব্যবহারকারী ইচ্ছে করলে ডিজলাইক দিতে পারবেন। নিজস্ব টুইটারে এ তথ্য নিশ্চিত করেছে টিকটক।
টিকটক জানিয়েছে, ভিডিওর নিচে কমেন্টের সঙ্গে থাকা লাইক বাটনের পাশে ‘থাম্বস-ডাউন’ আইকন হিসেবে দেখা যাবে নতুন এই ডিজলাইক বাটন।
তবে ডিজলাইক সংখ্যা সবাই দেখতে পারবেন না। এতে বুঝা যাচ্ছে ব্যাক-এন্ড মডারেশন টুল হিসেবে কাজ করবে ডিজলাইক বাটনটি। ডিজলাইক বাটনে পুনরায় চাপ দিয়ে আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ থাকবে।
মহিলা কলেজের পাশে অশ্লীল ভঙ্গিতে পোশাক উচিয়ে ভিডিও, যুবক আটক
উল্লেখ্য, পরীক্ষামূলকভাবে গত এপ্রিলে ফিচারটি চালু হয়েছে। তবে সবার ব্যবহারের সুযোগ ছিল না। এখন থেকে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।