আন্তর্জাতিক ডেস্ক : পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলোকেও টিকটককে তাদের অ্যাপ স্টোর থেকে মুছে ফেলতে হবে।
এদিকে চীন জানিয়েছে, টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পেছনে রয়েছে তাদের ‘গ্যাংস্টারের মতো চিন্তাভাবনা’। যারাই উন্নতি করতে চায় তাদের থেকেই ছিনিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিপরীতে চীন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র ওয়াং ওয়েনবিন যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র মোটেও বৈশ্বিক বাণিজ্যের আইন মেনে প্রতিযোগিতায় নামতে চায় না। স্বেচ্ছাচারী হয়ে টিকটককে নিষিদ্ধ করার কারণ হিসেবে ‘জাতীয় নিরাপত্তার’ অযুহাত দেখানোর মধ্যে কোনো ন্যায় বিচার নেই। এই বিল নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীরাও এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। রাস্তায় নেমে প্রতিবাদ জানাতেও দেখা গেছে অনেককে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।