টিকটকে সরাসরি অর্থ আয়ের সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের সরাসরি আয়ের সুযোগ দিতে নতুন একটি সুবিধা চালু করেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। ‘সিরিজ’ নামের নতুন এই সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা প্ল্যাটফর্মটিতে ভিডিও দেখানোর বিনিময়ে দর্শকের কাছ থেকে সরাসরি অর্থ আয় করতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই পদ্ধতিতে আয় করতে হলে কনটেন্ট নির্মাতাদের কমপক্ষে ২০ মিনিট দৈর্ঘ্যের একাধিক ভিডিও তৈরি করতে হবে। ভিডিওগুলো ‘সিরিজ’ সংগ্রহে জমা রাখতে হবে। এখানে সর্বোচ্চ ৮০টি ভিডিও জমা রাখতে পারবেন নির্মাতারা।

সিরিজ সংগ্রহে থাকা ভিডিওগুলো ব্যবহারকারীরা টাকার বিনিময়ে দেখতে পারবেন। দর্শকদের কাছ থেকে পাওয়া এই অর্থ সরাসরি নির্মাতাদের অ্যাকাউন্টে চলে যাবে।

নির্মাতারা নিজেরাই টাকার পরিমাণ নির্ধারণ করতে পারবেন। তবে ৯৯ সেন্ট থেকে ১৮৯ ডলার ৯৯ সেন্টের মধ্যে এই দাম নির্ধারণ করতে হবে।

আপাতত নির্দিষ্ট কিছু অঞ্চলের নির্মাতারা নতুন এই সুবিধা পাচ্ছেন। তবে নির্মাতাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এ ছাড়া, কমপক্ষে ৩০ দিন পুরানো অ্যাকাউন্ট হওয়ার পাশাপাশি ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। অ্যাকাউন্টটিতে শেষ ৩০ দিনের মধ্যে ৩ বা এর অধিক পাবলিক পোস্ট থাকতে হবে। শেষ ৩০ দিনে অন্তত ১ হাজার ভিউ থাকতে হবে।

রেসিং উপযোগী হাইড্রোজেন কার দেখাল টয়োটা