বিনোদন ডেস্ক : টিকটকার মামুন সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে উপস্থিত হয়ে লায়লার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, “আই অ্যাম রিয়েলি সরি, আমি রাগের মাথায় তোমার গায়ে হাত দিয়েছি। আর কখনো এমনটা হবে না। প্লিজ, আমাকে ক্ষমা করে দাও।”
এই কথা শোনার পর, লায়লা সাদরে বলেন, “আচ্ছা।”
এসময় মামুন তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ধন্যবাদ।”
টকশো উপস্থাপক জয় মন্তব্য করেন, “এভাবে দিলেন মনে হচ্ছে, আপনি একজন ক্লাস ৮-এ পড়া শিশুকে ক্ষমা করেছেন, কিন্তু তিনি তো ক্লাস ৮-এ পড়া কোনো বাচ্চা নন, তিনি আপনার জামাই।”
এ কথা শুনে হাসতে হাসতে লায়লা বলেন, “ওকে সব কিছু বলে দেওয়া হয়েছে, তাই এখন আর ‘আচ্ছা’ বলার বাইরে কোনো বিকল্প নেই।”
উপস্থাপক জয় পরবর্তীতে প্রশ্ন করেন, “তোমাদের থেকে মানুষ কী শিখবে?”
উড়ন্ত মোটরসাইকেল চালু, ঘণ্টায় ২০০ কিমি বেগে উড়বে ভলান্ট এয়ার বাইক
এ প্রশ্নের উত্তরে লায়লা বলেন, “আমাদের থেকে মানুষ স্ট্রাগল (সংগ্রাম) করতে শিখবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।