বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিকানা কিনছেন না মার্কিন ধনকুবের ইলন মাস্ক। চীন ভিত্তিক সোশ্যাল মিডিয়াটির বিক্রি ও কেনার আলোচনায় তার নাম সামনে এলেও, এখন জানাচ্ছেন আগ্রহী নন।
বেশ কিছুদিন ধরে চলছে নানা জল্পনা-কল্পনা। কার হাতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মালিকানা। এই দৌড়ে উপরের দিকে ছিল মার্কিন ধনকুবের ইলন মাস্কের নাম।
এর আগে ট্রাম্প জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটি যুক্তরাষ্ট্রে কেনা-বেচার কথা বলেছিলেন। তখন মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, মাস্ক প্রতিষ্ঠানটি কিনতে চাইলে তার আপত্তি থাকবে না। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সরকার নিজেই অ্যাপটি কিনতে পারে বলে জানিয়েছে ট্রাম্প।
জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের বাতিল করতে যাওয়া চীনা অ্যাপ টিকটক কিনতে ইচ্ছুক নন মাস্ক। চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের টিকটক কিনতে চাইলে ডোনাল্ড ট্রাম্পের কোন আপত্তি ছিল না, মন্তব্যটি প্রকাশের এক সপ্তাহ পর বিশ্বের শীর্ষ ধনী এ কথা জানান।
এদিকে ১৭০ মিলিয়ন আমেরিকান ব্যবহারকারীর অ্যাপটির ভবিষ্যত নিয়ে এই মাসেই সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তরুণদের মনে আস্থা ফেরাতে এ বিষয়ে ইতিবাচক ঘোষণা দিবেন বলে ধারণা করছেন কেউ কেউ।
মার্কিন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় টিকটকের বর্তমান মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে জানুয়ারিতে নিষেধাজ্ঞার মুখোমুখি করার দাবি তুলেছিল দেশটির আইনপ্রণেতাদের কেউ কেউ। যদিও পরে তা বিলম্ব হয়েছে। তথ্য চুরির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে টিকটক।
গাজা উপত্যকা কিনতে ও সেটির মালিকানার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ: ট্রাম্প
পরে এ সংক্রান্ত আইন কার্যকর হওয়ার পর অ্যাপল এবং গুগল তাদের স্টোরগুলিতে টিকটক আর পুনঃস্থাপন করেনি। এদিকে টিকটক শুক্রবার বলেছে, জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে বিধিনিষেধ এড়াতে মার্কিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটির ওয়েবসাইটে প্যাকেজ কিটের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড ও সংযুক্ত করতে পারছে।
এদিকে ট্রাম্প বার বার টিকটক বিক্রির বাইটড্যান্সের পরিকল্পনার কথা উল্লেখ করলেও; তা রীতিমতো অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহে ট্রাম্প সার্বভৌম সম্পদ তহবিল বিষয়ক একটি কার্যকর নির্বাহী আদেশে সই করেছেন, যাতে টিকটক কেনার সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।