তিন দিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে টিকটকার জান্নাতুল ফেরদৌস টুকটুকিকে কারাগারে পাঠানো হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্মানহানির অভিযোগে রমনা মডেল থানার মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দৈনিক খবরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আজিজুর রহমান টুটুলের দায়ের করা মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় অভিযুক্তকে।
মামলার শুনানি তারিখ ছিল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)। শুনানি শেষে অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
জানা গেছে, আজিজুর রহমান টুটুল সোশ্যাল মিডিয়ায় দেখতে পান খবর মোহাম্মদপুর নামের একটি পেজে তার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ অসত্য তথ্য প্রচার করছে। তারা তার কাছে দুই লাখ টাকাও চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে রমনা থানায় মামলা করেন ভুক্তভুগী।
মামলার প্রেক্ষিতে গত ২৮ আগস্ট মাগুরা মোহাম্মদপুর থানার ৬নং ওয়ার্ড এলাকা থেকে অভিযুক্ত টুকটুকি এবং তার সহযোগী শিমুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের এসআই মোহসীন সরকার অভিযুক্তের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামির পক্ষে মোহাম্মদ আশিক আল মামুন রিমান্ড বাতিলসহ জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।