বিনোদন ডেস্ক: দুবাইতে অনুষ্ঠিত টাইম হান্ড্রেড ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডে সম্মানিত দীপিকা পাড়ুকোন। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য ১০০ জন প্রভাবশালীদের তালিকায় এ বলিউড অভিনেত্রী। সোমবার মিউজিয়াম অব দ্য ফিউচারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঝলমলে শাড়িতে রণবীর সিংয়ের সঙ্গে হাজির হন অভিনেত্রী।
সিকুয়েন্স ও জারদৌসির ভারি কাজ করা ঘিয়ে রঙের শাড়িতে মোহনীয় সাজে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দীপিকা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলো শেয়ার করেই মুহূর্তের মধ্যে সবার শুভেচ্ছা পান এ তারকা। সঙ্গে নিজের সাজ নিয়ে প্রশংসা পান দীপিকা। শাড়ির সঙ্গে মিল রেখে ঘন সিকুয়েন্সের স্লিভলেস ব্লাউজ পরেছিলেন গেহরাইয়া তারকা। ফ্যাশনসচেতন দীপিকা পাড়ুকোন অলংকার হিসেবে বেছে নিয়েছিলেন মুক্তা এবং কুন্দন দেয়া স্বর্ণের চোকার নেকলেস। সঙ্গে কানে ছিল মুক্তার ড্রপ। চুল ছিল খোপা বাঁধা। খুব ভারি মেকআপের পরিবর্তে স্মোকি আইশ্যাডো, আইলাইনার, মাশকারা ও হালকা লিপস্টিক দিয়েছিলেন তিনি। এর সঙ্গে ছিল মানানসই ডিজাইনের বাদামি পাম্প সু।
দীপিকার স্বামী রণবীর সিং লাল শেরওয়ানি আর চুড়িদার প্যান্ট পরেছিলেন। এর সঙ্গে ছিল টিন্টেড সানগ্লাস ঘড়ি ও কানের দুল। শেরওয়ানির সঙ্গে মিল রেখে কালো চামড়ার জুতা পরেছিলেন এ তারকা।
টাইম ম্যাগাজিনের এ আয়োজনে দীপিকা ছাড়াও বেশকিছু ব্যক্তি ছিলেন। এদের মধ্য বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পী, বিজ্ঞানী, রাজনীতিবিদ, সেবাকর্মীরাও ছিলেন।
দ্বিতীয়বারের মতো এ অনুষ্ঠানে অংশ নিলেন দীপিকা পাড়ুকোন। সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করে দীপিকা লেখেন, পুরস্কার অনুষ্ঠানে এসে ভালো লাগছে। তবে এটা স্বীকার করতে দ্বিধা নেই, কেন জানি বেশ নার্ভাস লাগছে।
মডেলিং দিয়ে বিনোদন দুনিয়ায় কাজ শুরু করেছিলেন দীপিকা। এরপর নিজের কাজ আর মেধা দিয়ে বলিউডের শীর্ষ তারকাদের তালিকায় নিজের অবস্থান তৈরি করেছেন এ অভিনেত্রী। বর্তমানে শাহরুখ খানের আসন্ন সিনেমা পাঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীপিকা পাডুকোন। ২ মার্চ সিনেমাটির প্রথম টিজার প্রকাশ করা হয়। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে পাঠান।
সুত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।