টাইম বোমার সঙ্গে চীনের বিপর্যস্ত অর্থনীতিকে তুলনা করলেন বাইডেন

বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বিপর্যস্ত অর্থনীতিকে টাইম বোমার সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, চীনের অর্থনীতি টাইম বোমার মতো টিকটিক করছে, যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে।

বাইডেন

আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উটাহে একটি রাজনৈতিক প্রচারণার সময় এমন মন্তব্য করেন বাইডেন।

এ সময় বাইডেন চীনের উদ্দেশ্যে বলেন, তাদের (চীন) কিছু সমস্যা হয়েছে। এটি ভালো নয়। কারণ যখন মন্দ লোকেরা সমস্যায় পড়ে, তখন তারা মন্দ কাজ করে।

এর আগে জুন মাসে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করার লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ওই মাসেই একটি রাজনৈতিক প্রচারণার সময় বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘একনায়ক’ হিসেবে অভিহিত করেন। চীন এই মন্তব্যকে উসকানি হিসেবে উল্লেখ করে।

বাইডেন জানান, চীন সমস্যায় পড়েছে। তিনি চীনকে আঘাত করতে চান না। দেশটির সঙ্গে যৌক্তিক সম্পর্ক চান।

গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক নির্বাহী আদেশে সই করে প্রযুক্তি খাতের কিছু স্পর্শকাতর ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোর চীনে বিনিয়োগ নিষিদ্ধ করেছেন। মূলত কম্পিউটার চিপ নির্মাণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। দেশটি জানায়, মার্কিন প্রেসিডেন্টের এই আদেশে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের আছে।

গো.প.নাঙ্গে স্টিকার লাগিয়ে ভিডিও পোস্ট করলেন উরফি জাভেদ

উল্লেখ্য, জুলাই মাসে চীনের আমদানি ও রপ্তানি উভয়ই কমেছে। চীনের শুল্ক বিভাগ এক বিবৃতিতে জানায়, গত জুলাই মাসে দেশটিতে রপ্তানি কমেছে ১৪ দশমিক ৫ শতাংশ এবং আমদানি কমেছে ১২ দশমিক ৪ শতাংশ। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের পর এত হারে দেশটির আমদানি-রপ্তানি কমেনি।