প্রথমবারের মতো দেশীয় ওটিটিতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে

নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুনাম কুড়ানো চলচ্চিত্রটি আগামীকাল (২৭ জুলাই) মুক্তি পাবে চরকিতে। এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো দেশীয় এ ওটিটিতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

নুসরাত ফারিয়া

সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্যের কাজ করেছেন নূর ইমরান মিঠু। এতে আরও দেখা যাবে আফসানা মিমি, মামুনুর রশিদ, নাসির উদ্দিন খান, রওনক হাসান, দীপান্বিতা মার্টিন, নাজিয়া হক অর্ষা, সালাউদ্দিন লাভলু, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু, মামুনুল হক, হাসনাত রিপনসহ আরও অনেককেই।

সিনেমায় ফারিয়া অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে আর তার মায়ের ভূমিকায় আছেন আফসানা মিমি। ক্যামেরার পেছনে কাজ করা সালাউদ্দিন লাভলু ও গিয়াস উদ্দিন সেলিমও এবারই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন সিনেমার পর্দায়। এতে তারা দুই ভাই। বড় ভাই সালাউদ্দিন লাভলুর মেয়ের চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

চলচ্চিত্রটি প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এমন সিনেমা আমি আগে কখনো করিনি। তাই খুবই উৎসুক ছিলাম। স্ক্রিপ্ট দেখেই কাজ করার জন্য প্রেমে পড়ে যাই৷ মিমি আপাসহ সহ-শিল্পী সবাই খুবই দারুণ ছিলেন। যারা আমাকে বেশ আপন করে নিয়ে কাজটি করেছেন। আমি তাদের সঙ্গে আরও কাজ করতে চাই।‘

হৃতিকের কাছ থেকে শিখুন কিভাবে তরুণীদের নজর কাড়বেন

আফসানা মিমি বলেন, ‘দুর্দান্ত কিছু সম্পর্কের গল্প বলা হয়েছে এই সিনেমায়। করোনার সময় একটি বাড়িতে যা ঘটে, তার আগে পরের কিছু সম্পর্ক ও সমাজের কিছু দৃষ্টিভঙ্গির গল্প দেখা যাবে এই ছবিতে।’

‘পাতালঘর’ সিনেমাটির গল্প রাজ্য ফিল্মস’র প্রযোজনায় ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং বাতায়ন প্রোডাকশনের সহযোগিতায় নির্মিত হয়েছে।