আন্তর্জাতিক ডেস্ক : টাইম ট্রাভেল। কথাটি শুনলেই কেমন যেন চোখের সামনে এক কাল্পনিক জগতের গোল টাইম মেশিন ভেসে ওঠে। আর কাল্পনিক টাইম মেশিনে প্রবেশ করলেই মানুষ চলে যায় অতীত কিংবা ভবিষ্যতে। টাইম ট্রাভেল নিয়ে ব্যাখ্যা-প্রতিব্যাখ্যার অভাব নেই। টাইম ট্রাভেল আদৌ সম্ভব নাকি সম্ভব না তারও উত্তরও এখনও মেলেনি সঠিক ভাবে, কবে মিলবে তারও ঠিক নেই। টাইম ট্রাভেল করতে পারা যায় নাকি যায় না তা নিয়ে বেশ শক্তপোক্ত প্রমাণও মেলেনি। তবে এসবেরই মাঝেই টাইম ট্রাভেল নিয়ে আজব এক দাবি করেছেন এক টিকটকার। সবার দাবিকে ছাপিয়ে গিয়েছে তার দাবি।
২০২১ সালে এক ব্যক্তি দাবি করেন তিনি নাকি সত্যি সত্যি টাইম ট্রাভেল করে ছয় বছর এগিয়ে গিয়েছেন, পৌঁছে গিয়েছেন ২০২৭ সালে। একটি ভিডিওতে শেয়ার করেছেন। আর সেসব ছবি দেখেই সবাই অবাক। ডেইলি স্টার নিউজের ওয়বসাইটের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে হঠাৎই জেভিয়ার সংবাদের শিরোনামে উঠে আসেন। নেপথ্যে তার টাইম ট্রাভেলের কাহিনি। জেভিয়ার দাবি করেন ছয় বছর এগিয়ে গিয়েছেন তিনি। অর্থাৎ তিনি অবস্থান করছেন ২০২৭ সালে। আর সেসময় নাকি তিনি সম্পূর্ণ একা। তার আশেপাশে কেউ নেই। নিজের দাবিকে সত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভিডিও শেয়ার করেন তিনি।
সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি বিখ্যাত পর্যটন ক্ষেত্রে বেড়াতে গিয়েছেন তিনি। কিন্তু সেসব জায়গাগুলি সম্পূর্ণ ফাঁকা, মানুষের কোনও ভিড়ই নেই। যেসব জায়গাগুলি সবসময় ভিড়ে থিকথিক করে সেইসব জায়গাগুলিকেই তার ভিডিওতে খাঁ খাঁ করছে। একেবারে জনমানব শূন্য সর্বদা ভিড়ে ঠাসা থাকা সেই সমস্ত জায়গা। একজনও কাউকে দেখা যাচ্ছে না। আর এই দৃশ্য দেখেই সকলে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
জেভিয়ার ভিডিওর মাধ্যমে দাবি করেছেন ভবিষ্যতে জনমানব শূন্য হবে এলাকাগুলি, তিনি শুধুমাত্র বেঁচে থাকবেন। ২০২১ সালে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন জেভিয়ার। সেই ভিডিওটিতে দেখা গিয়েছে জনবহুল রাস্তাগুলি একেবারে ফাঁকা, কেউ নেই। টিকটকে জেভিয়ারের প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে। ভিডিওতে, কখনো তাঁকে হাঁটতে দেখা যায় রোমের কলোজিয়ামে আবার কখনও মাররাকেসের বিমানবন্দরে। ভিডিওর একটি অংশে তাকে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা গেলেও তখন জায়গাটি পুরো সুনশান।
জেভিয়ার টিকটকে একটি ভিডিও পোস্ট করে জানান তিনি লন্ডন ছেড়ে যাচ্ছেন। দর্শকদের জিজ্ঞাসা করেন এবার কোন স্থানে তাকে দেখতে পছন্দ করবেন তারা? এক ব্যবহারকারী তাকে সোকোট্রা দ্বীপের ইডেন গার্ডেনে দেখতে চেয়েছেন। এছাড়াও একাধিক জন একএকরকম কমেন্ট করেছেন। কেউ কেউ তার ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে যুক্তিগ্রাহ্য প্রশ্ন ছুড়ে দিয়েছেন তার দিকে। জেভিয়ার দাবি করেন তিনি টাইম ট্রাভেলের মাধ্যমে বর্তমান সময়ের থেকে অনেকটা এগিয়ে থাকা সময়ে বাস করেন। তার দাবি অনুযায়ী পৃথিবীতে কেউ নেই তখন, তিনি সম্পূর্ণ একা।
এসব দাবি মাঝেই কেউ কেউ প্রশ্ন করেছেন কেউ যদি নাই থাকে তাহলে তিনি বিদ্যুৎ পাচ্ছেন কোথা থেকে? নিয়ন্ত্রণের যখন কেউ নেই, তাহলে বিদ্যুৎ কোথা থেকে আসছে? কারও মতে এই ভিডিওগুলো আদতে এডিট করা। তাই এমন কারসাজি করা গিয়েছে ভিডিওর মধ্যে। লাইভ ভিডিও শুটের পরামর্শ দিয়েছেন অনেকে। এপ্রসঙ্গে আবার অবশ্য একটা কথা বলতেই হচ্ছে ২০২১ সালে যদি তিনি ২০২৭ সালে বসবাস করেন অর্থাৎ ৬ বছর এগিয়ে থাকেন তাহলে এখন তো তার ২০২৯ সালে বসবাস করার কথা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।