তিন বছরে ৯ কোটি গাছ রোপণ সৌদিতে

saudi

আন্তর্জাতিক ডেস্ক : গাছ লাগানোর এই উদ্যোগ একদিকে যেমন কার্বন নিঃসরণ কমাতে অবদান রাখবে, তেমনি জীবনযাত্রার মান উন্নত করতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতেও সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে।

saudi

আরব নিউজের প্রতিবেদন মতে, সৌদির সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টফিকেশন জানিয়েছে, ২০২১ সালে গ্রিন ইনিশিয়েটিভ শুরু করার পর এখন পর্যন্ত সাড়ে ৯ কোটির বেশি গাছ লাগানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বুধবার (১৬ অক্টোবর) আরব নিউজ জানায়, কিছু বেসরকারি অলাভজনক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বৃক্ষরোপণের এই উদ্যোগ নেয় সৌদি সরকার।

এর মাধ্যমে মাত্র তিন বছরের মধ্যে দেশটির ১ লাখ ১১ হাজার হেক্টর পতিত জমিতে গাছ লাগানো হয়েছে। এর ফলে আরও ৪৩ লাখ হেক্টর ভূমির সুরক্ষা নিশ্চিত হয়েছে।

সৌদি সরকারের গাছ লাগানোর উদ্যোগে সহায়ক হয়েছে প্রকৃতিও। বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও প্রাকৃতিকভাবেই নতুন গাছপালা গজিয়ে উঠছে দেশটির বিভিন্ন প্রান্তে। এখন পর্যন্ত প্রাকৃতিকভাবে গাছপালা গজানোর ৭১ লাখ ঘটনা রেকর্ড করা হয়েছে। এভাবে সবুজ আচ্ছাদিত ভূমির পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।

ইলেকট্রিক বাইক যা ফুল চার্জে ২০০ কিলোমিটার

সৌদি আরবের বিভিন্ন সেক্টরের ১২১টি অংশীদার সরকারের এই বনায়ন প্রকল্পে সহায়ক ভূমিকা রেখেছে। সম্মিলিত এই প্রচেষ্টা দেশটির গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন-২০৩০–এর সঙ্গে সম্পর্কিত জাতীয় লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে।