টিপ পরা অভিনেতাদের এবার হিজাব পরে ছবি দিতে বললেন সিদ্দিক

সিদ্দিক

বিনোদন ডেস্ক : সম্প্রতি টিপকাণ্ডে শোবিজের বেশ কয়েকজনঅভিনেতা কপালে টিপ পরে প্রতিবাদ জানিয়েছিলেন। তাদেরকে ‘পাগল বলে’ কড়া সমালোচনা করেছিলেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান। এবার টিপ পরা অভিনেতাদের হিজাব পরা ছবি দেখতে চাইলেন সিদ্দিক। নওগাঁর সাম্প্রতিক হিজাব ইস্যুকে টেনে এনে এ কথা বললেন তিনি।

সিদ্দিক

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে ২০ জন ছাত্রীকে লাঠি দিয়ে পেটান ওই বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনি পাল। এমন খবর ছড়িয়েছে গণমাধ্যমে ও ফেসবুকে। বিষয়টি নিয়ে ফের সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

এ নিয়ে সবাই প্রতিবাদ করলেও এবার নীরব ভূমিকায় সেই সব অভিনেতারা, যারা কয়েকদিন আগেই টিপকাণ্ডে টিপ পরে এবং সে সব ছবি ফেসবুকে পোস্ট করে প্রতিবাদে শামিল হয়েছিলেন। তাদের উদ্দেশ্যেই সিদ্দিক নিজের ফেসবুকে লিখেছেন, ‘তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’

অভিনেতা সিদ্দিকুর রহমানের ভাষায়, ‘যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেনো? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’

সোনাক্ষী কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন?

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল দুপুরে নওগাঁ উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরে যাওয়ায় ছাত্রীদের পিটুনি দেন শিক্ষিকা আমোদিনি পাল। পিটুনি খেয়ে ছাত্রীরা স্কুল ছেড়ে বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়।

এ ঘটনায় পরে এলাকায় তোলপাড় শুরু হয়। অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওই শিক্ষিকার প্রতি। কয়েক’শ অভিভাবক ঘটনার পরদিন দুপুরে স্কুলে গিয়ে এর প্রতিবাদ জানান এবং সুষ্ঠু বিচার দাবি করেন।