হলুদ শাড়িতে ৩ সুন্দরী যুবতীর উদ্দাম ড্যান্স, তুমুল ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক : বর্ষা কাল এসে গেছে রীতিমতো। আর এই বর্ষায় প্রেমের গান হবে না তা কি হয় কখনো। আর বর্ষায় প্রেমের গান মানেই ‘টিপ টিপ বর্ষা পানি’। ৯০ দশকের সেই গান আবারো নতুন করে ভাইরাল হয়েছে। তবে এবার সিনেমায় নয় বরং তিন সুন্দরী যুবতী নাচ করেছে বন্ধ করে। যা সম্প্রতি হয়ে উঠেছে তুমুল ভাইরাল। ১ বছর আগে আপলোড এই ভিডিও যেন প্রতিদিন নতুন নতুন রেকর্ড ভাঙছে।

৩ সুন্দরীর ড্যান্স

শুরুতেই দেখা গেল হলুদ শাড়ি ও স্লীভলেস ব্লাউজে তিন সুন্দরী যুবতী নাচ শুরু করলো। তাদের হালকা মেকআপ, খোলা চুল ও দুর্দান্ত শরীরী মোচড়ের মাধ্যমে অসাধারণ একটি ডান্স পারফরমেন্স তুলে ধরেছেন সবার সামনে। তার মধ্যেই পেট ও নাভি তাদের সম্পূর্ণ উন্মুক্ত। তারা সবাই যে প্রশিক্ষন প্রাপ্ত শিল্পী তা তাদের শরীরী হিল্লোলে প্রমান পাওয়া যায়।

Cherry Bomb - Tip Tip Barsa Pani I Bollywood Dance Choreography | Hattke

এখনও পর্যন্ত ২৪ লক্ষেরও বেশি মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। তার সাথেই সবাই ‘হট’,’সেক্সি’ ইত্যাদি কমেন্ট করেছেন। আবার অনেকে বলেছেন এই গানের জন্য আদর্শ ড্রেস হলুদ শাড়ি যা এরা পরেছে।

ফারাক্কা বাঁধ : যে ফর্মুলায় ভাগাভাগি হয় গঙ্গার পানি

‘চেরি বম্ব’ নামের তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। বর্তমানে তাদের চ্যানেলে ১০.৪ লাখ সাবস্ক্রাইবার্স আছে।