‘টিপ টিপ বারসা পানি’ গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন কণিষ্ক শর্মা

কণিষ্ক শর্মার হট ডান্স

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়।

কণিষ্ক শর্মার হট ডান্স

কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।

এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। এখনকার নতুন ট্রেন্ড শর্ট ভিডিও বানানো।

Tip Tip Barsa Pani Dance Video By Kanishka Sharma | Kanishka Talent Hub | Mohra

মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওতে নিজের প্রতিভা যেমন নাচ, গান বা অভিনয় করে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে এসেছেন অনেকেই। সম্প্রতি এমনই এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা নিয়ে আজকের এই প্রতিবেদন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কণিষ্ক শর্মার হট ডান্স। সে ‘টিপ টিপ বারসা পানি’ গানে সিজলিং ডান্স করেছেন যা দেখে রাতের ঘুম উড়ে যাবে আপনার। সে হলুদ শাড়ি ও কালো ব্র্যালেট টপে অপূর্ব সুন্দর ডান্স করেছেন।

মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রথম হয়ে তাক লাগালেন প্রতিবন্ধী মরিয়ম

বাড়ির ছাদে তাঁর এই নাচের ভিডিও দেখলে চক্ষু চড়কগাছ হবে আপনারও। প্রসঙ্গত উল্লেখ্য, ‘টিপ টিপ বরসা পানি’ গানটি ১৯৯৪ সালের ব্লকবাস্টার ছবি ‘মোহরা’-এর। রাভিনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারের হিট জুটি এই গানটিতে কাজ করেছিলেন।