‘টিপ টিপ বারসা পানি’ গানে তুমুল ড্যান্স শামা সিকান্দারের

শামা সিকান্দারের

বিনোদন ডেস্ক : ডিজিটালাইজেশনের জোয়ারে গা ভাসিয়ে আজকাল প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনে এগিয়ে চলার জন্য স্মার্টফোন ছাড়া জীবনটা অচল মনে হয়। এছাড়া এই প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।

শামা সিকান্দারের

সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিনে আট থেকে আশি সকলেই বিচরণ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সমস্ত অ্যাপ গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়। তাই তো আজকাল তারকারা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ছবি পোস্ট করে নেটিজেনদের সাথে যোগাযোগ বজায় রাখেন।

বলিউড জগতের এক জনপ্রিয় অভিনেত্রী হলেন শামা সিকান্দার। তিনি কোনও না কোনও কারণে সর্বদাই খবরের অংশ হয়ে থাকেন। তিনি সামাজিক মাধ্যমে তার ভক্তদের সাথে সংযুক্ত থাকেন প্রতিনিয়ত।

শামা প্রতিদিন তার ছবি এবং ভিডিও শেয়ার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকেন। বলা যেতে পারে নিজের বোল্ড অবতার দিয়ে ফ্যানদের সম্মোহিত করে রাখেন তিনি। তাঁর কিলার এক্সপ্রেশন ও শরীরী ভাঁজ নিয়ন্ত্রণহীন করে তোলে সকলকেই। বর্তমানে খুব একটা সিনেমাতে কাজ না করলেও সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যান ফলোয়িং একদমই কম নয়।

সম্প্রতি শামা সিকান্দার নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেছেন যাতে শামাকে হলুদ রঙের শাড়িতে দেখা গিয়েছে। এর পাশাপাশি, তিনি হালকা মেকআপ করেছেন এবং চুল খোলা রেখেছেন যাতে তাকে খুব সুন্দর দেখাচ্ছে। শামা সিকান্দারকে ওই নেটের শাড়িতে খুব হট লাগছে। বৃষ্টিতে তার সাহসী স্টাইল রাতের ঘুম উড়িয়েছে নেটিজেনদের। শামা জনপ্রিয় আইটেম সং “টিপ টিপ বারসা পানি” তে তুমুল নাচ করেছেন।

হিরো আলম এবার সৌদি গণমাধ্যমে

এই রিল ভিডিওটি ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। অগুনতি মানুষ এই ভিডিওটি দেখেছেন। এছাড়া লাখ লাখ মানুষ এই ভিদিওতে লাইক দিয়েছেন। অনেকে কমেন্ট করে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।